Motorola ভারতে একটি নতুন ফোন নিয়ে হাজির হল। সংস্থার লেটেস্ট ফোনের নাম Moto G73 5G, যা এন্ট্রি-লেভেল ইউজারদের জন্যই নিয়ে আসা হয়েছে। বেশ কিছু আকর্ষণীয় ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে ফোনটিতে। হার্ডওয়্যারের দিক থেকেও ফোনটি আগের মডেলগুলির থেকে উন্নত করা হয়েছে। Moto G73 5G ফোনে রয়েছে 8GB পর্যন্ত RAM। ফোনটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে গ্রাহকদের স্মুথ স্ক্রোলিং অভিজ্ঞতা দিতে। এছাড়া এই Motorola স্মার্টপোনে রয়েছে সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম।
Moto G73 5G: ভারতে দাম
Moto G73 5G ভারতে লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা। লঞ্চ অফারে কাস্টমাররা কিছু সিলেক্টেড ব্যাঙ্কের কার্ডে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
এই মোটোরোলা স্মার্টফোনের মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে: মিডনাইট ব্লু এবং লুসেন্ট হোয়াইট। 16 মার্চ থেকে ফ্লিপকার্টে ঠিক দুপুর 12টায় ফোনটির বিক্রি শুরু হবে।
Moto G73 5G: স্পেসিফিকেশন, ফিচার
Moto G73 5G ফোনের পিছনে PMMA মেটিরিয়াল ব্যবহৃত হয়েছে, যা গ্লাসের মতো স্মুথ ফিনিশিং অফার করে। তবে প্লাস্টিক দ্বারা নির্মিত ফোনের বডি। 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যা ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। সেলফি ক্যামেরার জন্য ফোনটির সামনে রয়েছে একটি ছোট্ট হোল পাঞ্চ।
এই মোটোরোলা স্মার্টফোনে রয়েছে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ম্যাক্রো ক্যামেরা হিসেবেও কাজে লাগানো যেতে পারে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, Moto G73 5G-র প্রাইমারি ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ‘আলট্রা পিক্সেল’ প্রযুক্তি।
সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। রয়েছে 5000mAh ব্যাটারি, যা সারা দিন ধরে ব্যাকআপ দিতে পারে। 30W টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করে ফোনটি। Moto G73 ব্যবহারকারীরা ক্লিন অ্যান্ড্রয়েড 13 এর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এয়ারটেল ও জিও ব্যবহারকারীরা 5G পরিষেবাও ব্যবহার করতে পারবেন।