Lenovo Business Phone: 2022 সালে ব্ল্যাকবেরি (Blackberry) সংস্থাটি স্মার্টফোন বাজার থেকে সম্পূর্ণ রুপে বিদায় নিয়েছে। আর সেই ব্ল্যাকবেরির ‘বিজ়নেস ফোন’-এর শূন্যস্থান পূরণ করছে Lenovo-এর ThinkPhone। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে অনুষ্ঠিত হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক শো 2023 (CES 2023) ইভেন্ট। এই ইভেন্টে সারা বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সংস্থাগুলি তাদের নতুন প্রোডাক্টের সম্ভার নিয়ে হাজির হয়। সেখানেই উপস্থিত টেক সংস্থা Motorola তার ‘বিজ়নেস স্মার্টফোন’ ThinkPhone ডিভাইসটি হাজির করেছে। তবে Lenovo এখনও ThinkPhone এর দাম সম্পর্কে কিছু ঘোষণা করেনি। এটি ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়ার নির্বাচিত কিছু দেশগুলিতে লঞ্চ হতে হবে। নাম থেকে জানা যাচ্ছে যে এটি Motorola-র Lenovo ThinkPad ল্যাপটপের মতো ডিজাইন করা হয়েছে। স্ন্যাপড্রাগন প্রসেসর সহ এই ফোনে পাওয়ারফুল অনেক ফিচার রয়েছে। ফোনটি এয়ারক্রাফ্ট গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং এর ফ্রন্টে Gorilla Glass Victus-এর প্রটেকশন থাকবে। সংস্থার দাবী এটি 1.25 মিটার থেকে পরলেও খারাব হবে না। ThinkPhone একটি “বিজনেস-গ্রেড” স্মার্টফোন হিসেবে বাজারে আনা হয়েছে।
Lenovo Thinkphone-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Lenovo Thinkphone-এ 6.6-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে, যার মধ্য়ে হোল পাঞ্চ কাটআউট আছে। এটি Snapdragon 8+ Gen 1 প্রসেসর সহ আসে। ফোনে 12GB RAM+512GB পর্যন্ত স্টোরেজের সাপোর্ট রয়েছে। স্মার্টফোনে Aramid ফাইবার ব্যাক প্যানেল এবং এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। ফোনটি MIL-STD 810H সার্টিফাইড।
Lenovo ThinkPhone-এ মাইক্রোসফট 365, আউটলুক এবং টিমস মোবাইল অ্যাপস রয়েছে। ফোনে Motorola-এর ThinkShield সুরক্ষা পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য়, Lenovo Thinkphone-এ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। 13-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর-এর সঙ্গে মাইক্রো ভিশন রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে একটি 32-মেগাপিক্সেল সেন্সর রয়েছে f/1.8 অ্যাপারচার সহ।