Motorola Defy 2: এই ফোন কিনলে জীবনে কখনও রিচার্জ করতে হবে না, নোংরা হলে সাবানজলে ধুয়েও নিতে পারবেন

Motorola Defy 2 ফোনটি স্বাস্থ্যকরও বটে। এই ফোনটিকে আপনি সাবানজল বা অ্যালকোহল ওয়াইপ দিয়ে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে পারবেন। এতে আর কী ফিচার্স রয়েছে, দেখে নিন।

Motorola Defy 2: এই ফোন কিনলে জীবনে কখনও রিচার্জ করতে হবে না, নোংরা হলে সাবানজলে ধুয়েও নিতে পারবেন
দুর্দান্ত ফোন, নেটওয়ার্ক ছাড়াই কাজ করবে।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 8:59 PM

Motorola একটি অভাবনীয় স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে, যা ব্যবহার করলে আপনাকে জীবনেও SIM কার্ড ব্যবহার করতে হবে। রিচার্জের তো কোনও ঝামেলাই নেই। ফোনটির নাম Motorola Defy 2। তার সঙ্গে একটি স্যাটেলাইট লিঙ্ক অ্যাক্সেসারিও দেওয়া হচ্ছে। এই অ্যাক্সেসারি এমন ভাবেই ডিজ়াইন করা হয়েছে, যা যে কোনও পরিস্থিতিতে রাগড্ ফোনের অভিজ্ঞতা দিতে পারে। তবে আর যাই ফিচার থাকুক না কেন, এই ফোনের সবথেকে ভাল বৈশিষ্ট্য হল তার স্যাটেলাইট কানেক্টিভিটি (Satellite Connectivity), যার সাহায্য আপনি সিম কার্ড তো দূরস্ত, কোনও নেটওয়ার্ক ছাড়াই কল করতে পারবেন। Bullitt Group-এর সঙ্গে জুটি বেঁধে এই ফোনটি তৈরি করেছে Motorola।

Motorola Defy 2 একটি অত্যন্ত টেকসই ফোন, যাতে স্যাটেলাইট কানেক্টিভিটির পাশাপাশি 5G সাপোর্টও রয়েছে। ড্রপ, ফল সব কিছু থেকে বাঁচানোর জন্য ডিজ়াইন করা হয়েছে এই ফোন। একটি পরীক্ষায় দেখানো হয়েছে, ফোনটি 1.8 মিটার পর্যন্ত উচ্চতা থেকে একটি স্টিলের প্লেটে বারবার ড্রপ সহ্য করতে পারে। পাশাপাশি এই Motorola Rugged ফোনটি ধুলো, বালি, ময়লা এবং জলরোধী, IP68 এবং IP69K রেটিং-প্রাপ্ত। সব রকম তাপমাত্রায়, ঝড়, বৃষ্টি সবকিছু থেকে সুরক্ষিত এই ফোন Mil-Spec 810H টেস্টে উত্তীর্ণ হয়েছে।

রাগড্নেস বা রুক্ষ্মতা ছাড়াও Motorola Defy 2 ফোনটি স্বাস্থ্যকরও বটে। এই ফোনটিকে আপনি সাবানজল বা অ্যালকোহল ওয়াইপ দিয়ে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে পারবেন। স্বাস্থ্যকর্মীদের জন্য এই ফোনটি অত্যন্ত সহায়ক হতে পারে। কারণ এই ফোন আপনি খুব সহজেই জীবাণুমুক্ত করতে পারবেন। ফোনটিতে বুলিটস হাইজিন+ (Bullitt’s Hygiene+) প্রযুক্তি রয়েছে। এছাড়া Motorola Defy 2-এর সমস্ত বাহ্যিক পৃষ্ঠগুলি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ মিশ্রিত সামগ্রী দিয়ে তৈরি।

Motorola Defy 2

Motorola Defy 2: ফিচার ও স্পেসিফিকেশন

ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 930 অক্টা-কোর 2.2GHz প্রসেসর দ্বারা চালিত। এই প্রসেসর পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। বেশ বড় একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে টানা দুই দিনের ব্যাকআপ দিতে পারে। এই ব্যাটারি 15W ফাস্ট চার্জিং, Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে রয়েছে 8MP আলট্রাওয়াইড সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। Android 12 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে ফোনটি। 5 বছরের সিকিওরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে।

Motorola Defy Satellite Link

অন্য দিকে আর একটি যে Motorola Defy স্যাটেলাইট লিঙ্ক নিয়ে আসা হয়েছে, তা যে কোনও ফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। যে এলাকায় কোনও সেলুলার কভারেজ নেই, সেখানেই কাজ করবে এই স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার। Motorola Defy Satellite Link খুব ছোট, হাল্কা এমনই একটা পোর্টেবল অ্যাক্সেসারি, যা ব্লুটুথের মাধ্যমে ফোনের সঙ্গে কানেক্ট করা যায়। এই ফোন তাঁদের জন্য সেরা হতে চলেছে, যাঁরা সেলুলার নেটওয়ার্ক নেই এমন জায়গায় থাকেন বা কাজের সূত্রে যেতে হয়।