Motorola Flexible Phone: স্মার্টফোন এত ফ্লেক্সিবল! কব্জিতে আটকে যাবে ব্রেসলেটের মতো, কবে আসছে?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 26, 2023 | 9:30 PM

Motorola pOLED Smartphone: এই স্মার্টফোনটিতে একটি ফুল-এইচডি প্লাস পোলড স্ক্রিন রয়েছে। আর তার ফলেই আপনি এটিকে পিছনের দিকে ভাঁজ করতে পারবেন। ফলে স্ক্রিনে কোনওরকম প্রভাব পড়বে না। আপনি এটি হাতে পরে নিয়েও সমস্ত কাজ করতে পারবেন।

Motorola Flexible Phone: স্মার্টফোন এত ফ্লেক্সিবল! কব্জিতে আটকে যাবে ব্রেসলেটের মতো, কবে আসছে?

Follow Us

ফোল্ডেবল ফোন তো অনেক হল, কিন্তু এবার যদি এমন একটি ফোন আসে, যা আপনি ঘড়ির মতো কিংবা ব্রেসলেটের মতো হাতে পরে ফেলতে পারবেন। তাহলে কেমন হয়? এমনটা হতে আর বেশি দিন বাকি নেই। মটোরোলা (Motorola) এবার এমন একটি ফোন নিয়ে কাজ করছে, যা আপনি ব্রেসলেটের মতো কব্জিতে পরে থাকতে পারবেন। এই অ্যাডভান্স কনসেপ্ট ফোনের ডিসপ্লে হাতে পরে থাকাকালীনও কাজ করবে। সম্প্রতি, Lenovo Tech World 2023-এর সময়, Motorola এই flexible pOLED ডিসপ্লে সহ এই কনসেপ্ট ফোনের একটি ঝলক সবার সামনে এনেছে।

কীভাবে কাজ করবে এই ফোন?

এই স্মার্টফোনটিতে একটি ফুল-এইচডি প্লাস পোলড স্ক্রিন রয়েছে। আর তার ফলেই আপনি এটিকে পিছনের দিকে ভাঁজ করতে পারবেন। ফলে স্ক্রিনে কোনওরকম প্রভাব পড়বে না। আপনি এটি হাতে পরে নিয়েও সমস্ত কাজ করতে পারবেন। এই ফোনটি সম্পূর্ণ খোলা হলে, এতে একটি 6.9 ইঞ্চি স্ক্রিন থাকবে, যা আপনি অন্য যে কোনও স্মার্টফোনের মতো ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এই বছরের শুরুতে Motorola রোলেবল ফোন Motorola Rizr কনসেপ্ট ফোনের একটি আভাসও দেখিয়েছিল। তবে সে সম্পর্কে এখনও বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি।

ফোনটির ডিজাইন দেখেছেন?

এই ফ্লেক্সিবল ফোনটির ডিজাইন দেখে অবাক অধিকাংশ নেটিজেন। স্মার্টফোন ছেড়ে যখন ফোল্ডেবল বা ফ্লিপ ফোন বাজারে প্রথম পা রেখেছিল, তখন থেকেই প্রচুর মানুষের নজর কেড়েছিল ফোল্ডেবল ফোন। এবার সেই ফোনের ডিজাইনকে পিছনে ফেলে এগিয়ে এসেছে ফ্লেক্সিবল ফোন। ডিজাইন আর লুক থেকে চোখ সরানো দায় হয়ে যাচ্ছে।

এবার প্রতিযোগিতার মুখে এসব সংস্থা-

শুধু মটোরোলা নয়, ভিভো এবং টিসিএল-এর মতো প্রযুক্তি সংস্থাগুলিও এই দৌড়ে ছুটছে। এই দু’টি কোম্পানিই আগামী বছর অর্থাৎ 2024 সালে ডিসপ্লে ফোন লঞ্চ করতে পারে।

ফ্লেক্সিবল ডিসপ্লের ফোন কবে লঞ্চ হবে?

এই ডিভাইসটি কবে লঞ্চ করা হবে বা স্টোরে দেখা যাবে, সে বিষয়ে বর্তমানে Motorola কোনও তথ্য দেয়নি।

Motorola কোম্পানিটি AI নিয়েও কাজ করছে-

Motorola জানিয়েছে, কম্পিউটার এবং স্মার্টফোন উভয়ের জন্য ব্যক্তিগত অ্যাসিস্টেন্ট MotoAI তৈরির কাজ করছে। আর এই MotoAI ভবিষ্যতে কোম্পানির ফোনগুলিতে ব্যবহার করা হবে।

Next Article