9,999 টাকা দাম, তবে 9,999 টাকাই ডিসকাউন্ট; ফ্রি-তে কিনতে পারেন Motorola-র এই ফোন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 29, 2023 | 2:23 PM

Motorola G32 Price: Moto G32 এর টপ মডেল অর্থাৎ 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ ভ্যারিয়েন্ট, যার দাম লঞ্চের সময় ছিল 11,999 টাকা। এই ডিভাইসটি Flipkart-এ 9999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2 হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। এছাড়াও রয়েছে প্রচুর অফার। Moto G32 এর পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা একটি 50MP প্রধান ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে।

9,999 টাকা দাম, তবে 9,999 টাকাই ডিসকাউন্ট; ফ্রি-তে কিনতে পারেন Motorola-র এই ফোন

Follow Us

অনলাইনে ফোন কিনলেই অনেক টাকার ছাড় পাওয়া যায়, এ কথা বললে ভুল কিছু বলা হবে না। সেল না চললেও বেশিরভাগ সময়ই কোনও না কোনও অফার পাওয়া যায়। তেমনই Motorola-র একটি ফোনে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। Motorola ভারতের একটি খুব জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড, যেটি বিভিন্ন রেঞ্জের স্মার্টফোন অফার করে। এতে বাজেট ফোন থেকে শুরু করে প্রিমিয়াম ফোন, সব পাওয়া যায়। আপনি Flipkart-এ Motorola G32 ফোনটি খুব কম দামে পেয়ে যাবেন। তাই যদি পুরনো ফোনটি বাদ দিয়ে একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে কিনতেই পারেন। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম ও অফার।

Motorola G32-এর দাম এবং অফার:

Moto G32 এর টপ মডেল অর্থাৎ 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ ভ্যারিয়েন্ট, যার দাম লঞ্চের সময় ছিল 11,999 টাকা। এই ডিভাইসটি Flipkart-এ 9999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2 হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে আপনি আরও অনেক অফার পাবেন। অফারের কথা বললে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই ফোনে 10% ছাড় পাবেন। এছাড়াও, কোম্পানি এই ফোনে 9,999 টাকার এক্সচেঞ্জ অফার দিচ্ছে, যার পরে আপনাকে ফোনের জন্য এক টাকাও দিতে হবে না। কিন্তু এই অফারটি আপনার ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে। আপনার পুরনো ফোনের অবস্থা ভাল থাকলে আপনি পুরো টাকাটাই ছাড় পাবেন।

কেন কিনবেন Motorola G32 ফোনটি?

Moto G32-এ একটি 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে, যার একটি 90Hz রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসরের হিসেবে এই ডিভাইসে আপনি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর পাবেন। এতে 8GB পর্যন্ত RAM এবং 128GB মেমরির রয়েছে। এই স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Motorola G32-এর ক্যামেরা এবং ব্যাটারি দেখে নিন:

Moto G32 এর পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা একটি 50MP প্রধান ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য এটির সামনে একটি 16MP ক্যামেরা রয়েছে। এছাড়াও Moto G32-এ ডলবি অ্যাটমোসের সঙ্গে স্টেরিও স্পিকার রয়েছে। স্মার্টফোনটিতে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পেয়ে যাবেন।

Next Article