iPhone SE 2022: আগামী বছরের প্রথমেই লঞ্চ হতে পারে থার্ড জেনারেশন আইফোন এসই

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 27, 2021 | 9:28 PM

অ্যানালিস্ট কুয়ো-র কথা অনুযায়ী থার্ড জেনারেশন আইফোন এসই অর্থাৎ আইফোন এসই ২০২২- র ডিজাইন প্রায় ২০২০ সালের মডেলের মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে।

iPhone SE 2022: আগামী বছরের প্রথমেই লঞ্চ হতে পারে থার্ড জেনারেশন আইফোন এসই
আগামী বছরই সম্ভবত আসছে থার্ড জেনারেশন আইফোন এসই।

Follow Us

অ্যাপেলের আইফোন এসই, ২০১৭ সালে প্রথম লঞ্চ হয়েছিল এই ফোন। এর তিন বছর পর ২০২০ সালে আইফোন এসই- র আপগ্রেডেড ভার্সান লঞ্চ হয়। সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে থার্ড জেনারেশন আইফোন এসই অর্থাৎ আইফোন এসই ২০২২ লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাপেলের বিভিন্ন গ্যাজেটের অ্যানালিস্ট মিং চি কুয়ো জানিয়েছেন, আইফোন এসই ২০২২ সম্ভবত এ যাবৎ যত ৫জি আইফোন লঞ্চ হয়েছে, তার মধ্যে সবচেয়ে কম দামের হতে চলেছে। অর্থাৎ ‘চিপেস্ট ৫জি আইফোন এভার’ ট্যাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আইফোন এসই ২০২২ মডেলের। এখনও পর্যন্ত অ্যাপেলের সবচেয়ে কম দামের ৫জি ফোন হল আইফোন ১২ মিনি। ভারতীয় মুদ্রায় এর দাম ৬৯,৯৯০ টাকা। মিং চি কুয়োর রিপোর্ট যদি সত্যি হয় তাহলে আইফোন এসই ২০২২ মডেলের দাম আইফোন ১২ মিনির তুলনায় কম হবে। তবে থার্ড জেনারেশন আইফোন এসই- র দাম কিন্তু আইফোন এসই ২০২০- র থেকে বেশি হবে। উল্লেখ্য, আইফোন এসই ২০২০- র দাম ভারতে শুরু হয়েছিল ৩৯,৯০০ টাকা থেকে।

অ্যাপেল অ্যানালিস্ট কুয়ো-র কথা অনুযায়ী থার্ড জেনারেশন আইফোন এসই অর্থাৎ আইফোন এসই ২০২২- র ডিজাইন প্রায় ২০২০ সালের মডেলের মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে। আইফোন ৮- এর সঙ্গেও নতুন আইফোন এসই- র ডিজাইনের মিল থাকতে পারে।

আইফোন এসই ২০২২ বা থার্ড জেনারেশনের আইফোন এসই ফোনের সম্ভাব্য ফিচার

  • DSCC analyst Ross Young জানিয়েছেন, আইফোন এসিই ২০২২- এর ক্ষেত্রে ৪.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকতে পারে।
  • আইফোন এসই ২০২২ বা থার্ড জেনারেশন আইফোন এসই আসলে আইফোন এসই ২০২০- র সাকসেসর মডেল।
  • আইফোন এসই ২০২২ ভ্যারিয়েন্টে কিন্তু ৫জি সাপোর্ট থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকতে পারে ৬GHz ব্যান্ড।
  • নতুন আইফোন এসই মডেলে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন থাকতে পারে।

আরও পড়ুন- iPhone 13: চলতি বছর সেপ্টেম্বরেই নাকি লঞ্চ হতে পারে আইফোন ১৩ সিরিজ

Next Article