Nokia 105 ও 106 বাজারের দুই নতুন ফিচার ফোন, ₹1,299 ও ₹2,199 দামে UPI পেমেন্ট অপশন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 19, 2023 | 3:53 PM

Nokia 105 এবং Nokia 106 4G ফোন দুটির দাম যথাক্রমে 1,299 টাকা ও 2,199 টাকা। 18 মে থেকেই এই দুই ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। ট্র্যাডিশনাল কিপ্যাড ও তার সঙ্গে ইনবিল্ট UPI 123PAY ফাংশনালিটি রয়েছে, যার মাধ্যমে কাস্টমাররা UPI পেমেন্ট করতে সক্ষম হবেন।

Nokia 105 ও 106 বাজারের দুই নতুন ফিচার ফোন, ₹1,299 ও ₹2,199 দামে UPI পেমেন্ট অপশন
বাম্পার ফিচারের ফিচার ফোন নিয়ে বাজারে Nokia।

Follow Us

Nokia-র দুটি চমৎকার ফিচার ফোন লঞ্চ হয়ে গেল ভারতে। মডেল দুটির নাম Nokia 105 (2023) এবং Nokia 106 4G। দুটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বিল্ট-ইন UPI পেমেন্ট অপশন। ট্র্যাডিশনাল কিপ্যাড ও তার সঙ্গে ইনবিল্ট UPI 123PAY ফাংশনালিটি রয়েছে, যার মাধ্যমে কাস্টমাররা UPI পেমেন্ট করতে সক্ষম হবেন। দুর্ধর্ষ ব্যাটারি জীবন রয়েছে দুটি ফোনেরই। চার্জিংয়ের জন্য রয়েছে দুটি মাইক্রো USB পোর্ট। এই দুটি ফোনই এখন ভারতে কিনতে পারবেন কাস্টমাররা।

Nokia 105 (2023) এবং Nokia 106 4G: কত দাম, কোথায় কিনবেন?

Nokia 105 এবং Nokia 106 4G ফোন দুটির দাম যথাক্রমে 1,299 টাকা ও 2,199 টাকা। 18 মে থেকেই এই দুই ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। এদের মধ্যে Nokia 105 ফোনটি পাওয়া যাবে চারকোল, সিয়ান এবং লাল এই তিনটি রঙে। অন্য দিকে Nokia 106 4G ফোনটি চারকোল এবং নীল এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Nokia 105 (2023) এবং Nokia 106 4G: ফিচার ও স্পেসিফিকেশন

Nokia 106 4G ফোনে রয়েছে IPS ডিসপ্লে, যা আরও উন্নত কালার রিপ্রোডাকশন দিতে পারবে। Nokia 105-এ রয়েছে একটি আপগ্রেডেড 1000mAh ব্যাটারি, যা আগের মডেলের থেকে অনেকটাই বড় এবং অধিক ক্ষমতাসম্পন্ন। এদিকে আবার Nokia 106 4G ফোনে রয়েছে আরও একটু বড় 1450mAh ব্যাটারি।

দুটি ফোনেই স্ট্যান্ডার্ড ফিচার ফোনের সমস্ত টুল রয়েছে। তার মধ্যে অন্যতম হল ওয়্যারলেস FM রেডিও। Nokia 106 4G ফোনে রয়েছে একটি ইন-বিল্ট MP3 প্লেয়ার। প্রসঙ্গত, কয়েক দিন আগেই Nokia তার প্রিমিয়াম ফোন X30 নিয়ে এসেছিল, যাতে পারফরম্যান্সের জন্য Snapdragon 695 প্রসেসর রয়েছে।

তবে এর সবথেকে আকর্ষণীয় ফিচার হল UPI পেমেন্ট অপশন। দুটি ফোনেই দেওয়া হয়েছে UPI 123PAY। এটি NPCI-এর একটি পেমেন্ট অপশন, যা ভারতের UPI ইকোসিস্টেমের দেখভাল করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অত্যন্ত নিরাপদ ভাবে ডিজিটাল পেমেন্ট করতে পারেন।

Next Article