Nokia G42 5G লঞ্চ হল, কোম্পানির প্রথম 5G ‘রিপেয়ারেবল’ ফোন, আপনি নিজেই সারিয়ে নিতে পারবেন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 30, 2023 | 5:23 PM

Nokia G42 5G হল এমনই একটা ফোন, যার রিপেয়ার কাস্টমাররা নিজেই করে নিতে পারবেন। আর সেই কারণেই iFixit-এর সঙ্গে জুটি বেঁধেছে নোকিয়া, যাতে স্টেপ বাই স্টেপ গাইডের মাধ্যমে কিছু পার্টস কাস্টমাররা নিজেরাই রিপ্লেস করে নিতে পারেন।

Nokia G42 5G লঞ্চ হল, কোম্পানির প্রথম 5G রিপেয়ারেবল ফোন, আপনি নিজেই সারিয়ে নিতে পারবেন
নোকিয়ার দুর্দান্ত স্মার্টফোন।

Follow Us

HMD Global যাঁরা Nokia স্মার্টফোন তৈরি করে, একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে। ফোনের নাম Nokia G42 5G, যেটিকে কোম্পানির প্রথম রিপেয়ারেবল ফোন বলা হচ্ছে। iFixit কোলাবরেশনের ফলে এই রিপেয়ারেবল ফোনটি ইউজারদের খুব সহজেই ক্র্যাক স্ক্রিন, বেন্ট চার্জিং পোর্ট এবং ডিগ্রেডেড ব্যাটারি রিপ্লেস করতে দেবে।

Nokia G42 5G হল এমনই একটা ফোন, যার রিপেয়ার কাস্টমাররা নিজেই করে নিতে পারবেন। আর সেই কারণেই iFixit-এর সঙ্গে জুটি বেঁধেছে নোকিয়া, যাতে স্টেপ বাই স্টেপ গাইডের মাধ্যমে কিছু পার্টস কাস্টমাররা নিজেরাই রিপ্লেস করে নিতে পারেন। Nokia-র তরফ থেকে বলা হচ্ছে, G42 হল কোম্পানির প্রথম রিপেয়ারেবল 5G ফোন, যাতে একটি 65% রিসাইকলড ব্যাক কভার দেওয়া হয়েছে।

মেরামত করার এই বৈশিষ্ট্যটি বাদ দিলে এই Nokia G42 5G ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে কোয়ালকমের Snapdragon 480 Plus 5G প্রসেসর। মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে এই ফোনটি, তার একটি হল 4+128 GB এবং অপরটি 6+128 GB। ফোনের ক্যামেরা সেটআপে রয়েছে একটি 50MP প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 2MP ডেপথ ক্যামেরা এবং আর একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রেজ়োলিউশন 720 x 1612 পিক্সেলস। এই ডিসপ্লেটি গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। রয়েছে অত্যন্ত শক্তিশালী 5,000mAh ব্যাটারি, যা এক নাগাড়ে তিন দিনের জন্য ব্যাকআপ দিতে পারে। নোকিয়ার তরফ থেকে দাবি করা হচ্ছে, 800 ফুল চার্জিং সাইকেলের পরেও ফোনটি 80% চার্জ ধরে রাখতে পারে। আর এই 800 ফুল চার্জিং সাইকেল সম্পন্ন হতে সময় নেয় চার বছর।

সফটওয়্যার হিসেবে Nokia G42 5G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম। টানা তিন বছরের সিকিওরিটি আপডেট এবং দুই বছরের OS আপগ্রেড পেয়ে যাবে ফোনটি। আপাতত নোকিয়ার অফিসিয়াল ওসেবসাইট থেকে ফোনটি ক্রয় করতে পারবেন। দাম সম্পর্কে কোম্পানির তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে এটুকু জানা গিয়েছে যে, সো পার্পল এবং সো গ্রে এই দুটি রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Next Article