Nokia এর মূল কোম্পানি HMD Global ভারতে তার আসন্ন Nokia G42 5G ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। সেই সঙ্গে দামও সামনে এসে গিয়েছে। Nokia-র এই লেটেস্ট স্মার্টফোনটি 11 সেপ্টেম্বর (2023) ভারতে লঞ্চ হবে। এর আগে টুইটারে একটি পোস্ট শেয়ার করার সময়, HMD গ্লোবাল জানিয়েছিল, Nokia G42 5G স্মার্টফোনটি চলতি মাসেই ভারতে লঞ্চ হবে। সেই মতোই তারিখ সামনে আনল। কোম্পানি আরও জানিয়েছে যে, এই Nokia স্মার্টফোনের প্রথম বিক্রি শুরু হবে ই-কমার্স সাইট Amazon-এ। আসুন জেনে নেওয়া যাক Nokia G42 5G ফোনে বিশেষ কী কী ফিচার দেওয়া হয়েছে। আর দামও জেনে নিন।
Nokia G54 5G-এর স্পেসিফিকেশন:
Nokia G42 5G স্মার্টফোনে Quickfix ডিজাইন থাকবে এবং এর ব্যাক প্যানেলটি কোম্পানি এমনভাবে তৈরি করেছে, যে সেটিকে 65 শতাংশ রিসাইকেল করা যায়। অর্থাৎ সেই ধরনের উপাদান দিয়েই তৈরি করেছে। এইচএমডি গ্লোবালের রিপোর্ট অনুসারে, এই Nokia ফোনে একটি 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে 720×1612 পিক্সেল এবং রিফ্রেশ রেট হবে 90Hz। স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 এর সুরক্ষা পেয়ে যাবেন।
Nokia G42 5G ফোনে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 480+ চিপসেট থাকবে, যা 6GB RAM এবং 5GB ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। এছাড়াও, এই স্মার্টফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে, যা আপনি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।
Nokia G42 5G-এর ক্যামেরা সেটআপ:
এই Nokia স্মার্টফোনটি Android 13OS-এ চলবে এবং আপনি এতে 2 বছরের আপডেট ওয়ারেন্টি পেয়ে যাবেন। অন্যদিকে, ফটোগ্রাফির জন্য Nokia G42 5G-এর পিছনের প্যানেলে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। আর সেলফির জন্য ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও Nokia G42 5G 5000mAh ব্যাটারি রয়েছে, যা 20W ফাস্ট চার্জার সাপোর্ট করবে।
দাম কত হতে চলেছে?
কোম্পানি এই নতুন Nokia G42 5G ফোনের দাম সম্পর্কে এখনও বিশেষ কোনও তথ্য দেয়নি তবে কোম্পানি একটি পোস্ট করেছে। সেই পোস্ট অনুযায়ী ফোনটি 20 হাজার টাকার কমেই আসতে চলেছে।