Nokia X30 5G: লঞ্চের সাত মাসের মধ্যেই 12,000 টাকা সস্তা এই NOKIA মোবাইল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 13, 2023 | 4:00 PM

Nokia X30 5G ফোনের সঙ্গে সরাসরি 12,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে সংস্থাটি। তবে এই ডিসকাউন্ট অফার আপনি তখনই পাবে, যখন তা Nokia অনলাইন স্টোর থেকে ক্রয় করবেন। ফোনটি যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম ছিল 48,999 টাকা।

Nokia X30 5G: লঞ্চের সাত মাসের মধ্যেই 12,000 টাকা সস্তা এই NOKIA মোবাইল
এক ধাক্কায় অনেকটাই সস্তা Nokia X30 5G।

Follow Us

Nokia X30 5G Price Cut: এক বছরও হয়নি ফোনটা লঞ্চ হয়েছিল। এর মধ্যেই Nokia X30 5G অনেকটাই সস্তা হয়ে গেল। লঞ্চের 7 মাসের মধ্যেই ফোনের দাম 12,000 টাকা কমিয়ে দিল Nokia। গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে এই স্মার্টফোনে রয়েছে 6.43 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য অত্যন্ত শক্তিশালী একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর দেওয়া হয়েছে। ক্লাউডি ব্লু এবং আইসি হোয়াইট এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। অত্যন্ত শক্তিশালী একটি 4,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Nokia X30 5G: কত টাকা দাম কমল

Nokia X30 5G ফোনের সঙ্গে সরাসরি 12,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে সংস্থাটি। তবে এই ডিসকাউন্ট অফার আপনি তখনই পাবে, যখন তা Nokia অনলাইন স্টোর থেকে ক্রয় করবেন। ফোনটি যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম ছিল 48,999 টাকা। এখন 12,000 টাকা দাম কমানোর ফলে ফোনের দাম হয়ে গিয়েছে 36,999 টাকা। Nokia X30 5G ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলটি এই দামে আপনি পেয়ে যাবেন। সেই সঙ্গে আবার থাকছে একটি নো-কস্ট ইএমআই অফারও।

Nokia X30 5G: ফিচার ও স্পেসিফিকেশন

চলতি বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয় Nokia X30 5G। এই ফোনে রয়েছে 6.43 ইঞ্চির ফুল HD+ AMOELD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz এবং পিক ব্রাইটনেস 700 নিটস। পারফরম্যান্সেপ দিক থেকে ফোনটি চালিত হবে Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে Android 12 ভিত্তিক অপারেটিং দেওয়া হয়েছে। পরবর্তী তিন বছরের OS আপগ্রেড পেয়ে যাবে ফোনটি।

ফটোগ্রাফির দিক থেকেও ফোনটি চমৎকার। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি ক্যামেরায় একটি 50MP পিওরভিউ সেন্সর দেওয়া হয়েছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশনও সাপোর্ট করছে সেন্সরটি। অন্য দিকে আর একটি যে সেকেন্ডারি ক্যামেরা রয়েছে, তার সেন্সর 13MP। এটি একটি আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

Nokia X30 5G ফোনে রয়েছে বেশ বড় একটি 4,200mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Next Article