Nokia X30 5G ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। গত বছরই এই ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোনের এক ঝলক দেখিয়েছিল সংস্থাটি। 6.43 ইঞ্চির 90Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে। পারফরম্যান্সের দিক থেকে চালিত হচ্ছে একটি স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাহায্যে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, এই হ্যান্ডসেটটি এখনও পর্যন্ত সবথেকে ‘পরিবেশ-বান্ধব স্মার্টফোন’। 100% রিসাইকেলড অ্যালুমিনিয়াম ফ্রেম এবং 65% রিসাইকেলড প্ল্যাস্টিক ব্যাক দ্বারা নির্মিত এই ফোন।
Nokia X30 5G: সেরা ফিচার
Nokia-র তরফ থেকে দাবি করা হয়েছে এই 5G ফোনটি ‘সেরা পিওরভিউ ফটোগ্রাফি’ অভিজ্ঞতা দিতে পারে। এতে রয়েছে সবথেকে সেরা লো লাইট ইমেজিং কোয়ালিটি। Nokia X30 5G ফোনের সঙ্গে কোম্পানি তিন বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং মাসিক সিকিওরিটি আপডেট অফার করা হচ্ছে। ‘প্রতিদিনের জীবন’-এ ব্যবহারের উদ্দেশ্যে ডিজ়াইন করা এই স্মার্টফোনে চমৎকার ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে দুই দিন পর্যন্ত চার্জ ধরে রাখতে পারবে। শক্তিশালী ধাতব ফ্রেম, শক্তপোক্ত ডিসপ্লে এবং জল থেকে রক্ষার জন্য IP67 রেটিং প্রাপ্ত এই ফোনটির সঙ্গে তিন বছরের ওয়ারান্টি দেওয়া হবে।
Nokia X30 5G: স্পেসিফিকেশন
ফটোগ্রাফির জন্য Nokia X30 5G ফোনে দেওয়া হয়েছে একটি 50MP পিওরভিউ ক্যামেরা, যা অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন বা OIS সাপোর্ট করে। এই ক্যামেরার সঙ্গে পেয়ার করা রয়েছে একটি 13MP আলট্রা ওয়াইড সেন্সর। Night Mode 2.0 এবং ডার্ক ভিসনের মতো ফিচার থাকার ফলে রাত্রি বেলায় দুরন্ত ছবি উঠতে পারে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। গোরিলা গ্লাস দ্বারা এই ক্যামেরা সুরক্ষিত।
AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যার স্ক্রিন সাইজ় 6.43 ইঞ্চি। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে ফোনটিতে। Nokia X30 5G ফোনে রয়েছে 4,200mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে Snapdragon 695 প্রসেসরের সাহায্যে।
Nokia X30 5G: দাম ও উপলব্ধতা
ইতিমধ্যেই Nokia X30 5G ফোনের প্রি-বুকিং আরম্ভ হয়ে গিয়েছে। দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির: ক্লাইডি ব্লু হা আইসি হোয়াইট। ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 48,999 টাকা। এই ফোনের সঙ্গে 5,799 টাকার লঞ্চ অফার দেওয়া হচ্ছে। সেই অফারে কাস্টমাররা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন একটি 33W ফাস্ট চার্জার এবং Nokia কম্ফোর্ট ইয়ারবাড। 20 ফেব্রুয়ারি থেকে Amazon এবং Nokia-র অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।