Nokia X30 vs Nokia G60: এই দুই প্রিমিয়াম ফোনের দামে বিশাল ফারাক, কিন্তু কে এগিয়ে জানুন
Nokia G60 Price: ইলেকট্রনিক কোম্পানি Nokia ভারতীয় বাজারে সদ্য Nokia X30 প্রিমিয়াম ফোনটি লঞ্চ করেছে। যা ইতিমধ্য়েই মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এর আগে Nokia-এর Nokia G60 মডেলটি কোম্পানির দামি স্মার্টফোন হিসেবে পরিচিত ছিল। আপনার মনে হতেই পারে, যে কোন ফোনটি কিনবেন। তবে আপনার জন্য় Nokia-র দু'টি প্রিমিয়াম ফোনের মধ্যে পার্থক্য করা হল।
Nokia X30 Price: ইলেকট্রনিক কোম্পানি Nokia ভারতীয় বাজারে সদ্য Nokia X30 প্রিমিয়াম ফোনটি লঞ্চ করেছে। যা ইতিমধ্য়েই মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এর আগে Nokia-এর Nokia G60 মডেলটি কোম্পানির দামি স্মার্টফোন হিসেবে পরিচিত ছিল। কোম্পানি 2021-এর নভেম্বরে Nokia G60 চালু করেছিল। দু’টি ফোনেই একই প্রসেসর রয়েছে। আপনার মনে হতেই পারে, যে কোন ফোনটি কিনবেন। তবে আপনার জন্য় Nokia-র দু’টি প্রিমিয়াম ফোনের মধ্যে পার্থক্য করা হল। জেনে নিন ক্যামেরা থেকে প্রসেসর সব কিছুর পার্থক্য।
Nokia X30 বনাম Nokia G60: দাম প্রথমে দামের প্রসঙ্গে বললে, Nokia এর অফিসিয়াল ওয়েবসাইটে Nokia x30 5G-এর দাম 48,999 টাকা। যেখানে 2021-এ লঞ্চ হওয়া Nokia G60 5G-এর দাম 29,999 টাকা। তাহলে আপনি বুঝতেই পারছেন, Nokia x30 5G-এর দাম Nokia G60 5G-এর থেকে বেশ অনেকটাই বেশি।
Nokia X30 বনাম Nokia G60: ডিসপ্লে Nokia X30 5G-এ একটি 6.43-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। আর Nokia G60 5G-তে একটি 6.58-ইঞ্চি FHD + IPS LCD স্ক্রিন দেওয়া হয়েছে।
Nokia X30 বনাম Nokia G60: প্রসেসর Nokia X30 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অন্যদিকে একই প্রসেসরের সঙ্গে Nokia G60 5Gও আনা হয়েছে। এটি 6GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ সহ আসে।
Nokia X30 বনাম Nokia G60: ব্যাটারি ব্যাটারি সম্পর্কে বললে, Nokia X30 5G একটি 4,200mAh ব্যাটারি এবং 33W দ্রুত চার্জিং সাপোর্ট ফিচার সহ আনা হয়েছে। আর Nokia G60 5G-এ একটি 4,500mAh ব্যাটারি এবং 20W দ্রুত চার্জিং সাপোর্ট ফিচার রয়েছে।
Nokia X30 বনাম Nokia G60: ক্যামেরা দু’টি ফোনের ক্যামেরা প্রসঙ্গে বললে, Nokia X30 5G এর পিছনে একটি ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। 50MP এর ফোনে প্রাইমারি ক্যামেরা রয়েছে। একই সময়ে, সেলফির জন্য ফোনে একটি 16MP ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে, Nokia G60 5G একটি ট্রিপল ক্যামেরা সেটআপ সহ পেশ করা হয়েছিল। ফোনে প্রাইমারি ক্যামেরা 50MP দেওয়া হয়েছিল। সেলফি তোলার জন্য ফোনে একটি 8MP ক্যামেরা দেওয়া হয়েছে।