Nothing Phone 2 লঞ্চ হতেই ক্রেতাদের ভিড়, শুরুতেই 3000 টাকার ছাড়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 12, 2023 | 12:48 PM

Nothing Phone 2 Price: এই স্মার্টফোনের দাম 44,999 টাকা। ফোনটি তিনটি মডেলে বাজারে এসেছে। স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুসারে তাদের দামও আলাদা রেখেছে কোম্পানিটি। ইতিমধ্যেই এর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।

Nothing Phone 2 লঞ্চ হতেই ক্রেতাদের ভিড়, শুরুতেই 3000 টাকার ছাড়

Follow Us

Nothing Phone 2 Features: স্মার্টফোন কোম্পানি Nothing মঙ্গলবার অর্থাৎ 11 জুলাই Nothing Phone 2 লঞ্চ করেছে। এর আগের মডেলটি (Nothing Phone 1) মানুষের মধ্যে বিরাট জনপ্রিয়তা পেয়েছিল। সেই মতোই এই নতুন ফোনটির জন্যও বহু মানুষ অপেক্ষায় ছিল। এই স্মার্টফোনের দাম 44,999 টাকা। ফোনটি তিনটি মডেলে বাজারে এসেছে। স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুসারে তাদের দামও আলাদা রেখেছে কোম্পানিটি। ইতিমধ্যেই এর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। 21 জুলাই থেকে ফ্লিপকার্টে ফোনটির প্রথম ওপেন সেল শুরু হবে। আপনি যদি Axis Bank কার্ড দিয়ে কেনাকাটা করেন, তাহলে আপনি 3000 ছাড়ও পাবেন।

কোন মডেলের কী দাম?

8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 44,999 টাকা।
12GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা।
আর 12GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি আপনি 54,999 টাকায় কিনতে পারবেন।

লঞ্চ ইভেন্টে ফোনটির সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

Nothing Phone 2-এ একটি 6.7-ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। সামনে এবং পিছনে রয়েছে গরিলা গ্লাস, যা আপনার ফোনটিকে যে কোনও রকম ক্ষতির হাত থেকে বাঁচাবে। ফোনটিতে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা এবং 50MP Sony IMX890 + 50MP Samsung JN1 রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। আপনি এর ক্যামেরা দিয়ে 60 fps এ RAW HDR এবং 4K রেকর্ডিংও করতে পারবেন।

এই নচুন ফোনে আপনি Qualcomm Snapdragon 8+ Gen 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) চিপসেট ব্যবহার করা হয়েছে। চিপসেটটি 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজের সঙ্গে যুক্ত। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 এর উপর ভিত্তি করে চলে।

এছাড়াও এতে আগের তুলনায় ভাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।Nothing Phone 2-এ একটি 4,700mAh ব্যাটারি আছে, যা 33W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Next Article