Nothing Phone 2 ফোনের প্রি-বুকিং শুরু, অর্ডার করলেই পাবেন 5 দুর্দান্ত অফার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 30, 2023 | 4:23 PM

Nothing Phone 2 Price: Nothing Phone 2 প্রি-অর্ডার করলে, নির্বাচিত ব্যাঙ্ক কার্ডগুলিতে ছাড় দেওয়া হবে। এছাড়াও কোম্পানি 2,499 টাকার পরিবর্তে 1,499 টাকায় একটি 45-ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দেবে।

Nothing Phone 2 ফোনের প্রি-বুকিং শুরু, অর্ডার করলেই পাবেন 5 দুর্দান্ত অফার

Follow Us

Nothing Phone 2 Pre Booking: Nothing Phone 2-এর আসার অপেক্ষায় ছিলেন বহু মানুষ। এর আগের ভার্সনটি অর্থাৎ Nothing Phone 1 ভারতীয় বাজারে বিরাট জনপ্রিয়তা লাভ করেছিল। ফলে এই নতুন ফোন নিয়ে বহু সংখ্যক মানুষের আগ্রহ তুঙ্গে। সেই মতোই Nothing Phone 2-এর প্রি-বুকিং শুরু হয়েছে। আপনি 2,000 টাকা দিয়ে ফোনটি প্রি-বুক করতে পারবেন। স্মার্টফোনটি প্রি-বুক করতে, আপনাকে ফ্লিপকার্টে যেতে হবে। যারা স্মার্টফোনের প্রি-বুকিং করবেন তাদের জন্য কোম্পানি কিছু বিশেষ অফার এবং ছাড় দিচ্ছে। এর সব থেকে ভাল ব্যপার হল আপনি বুকিং করার পরে যদি আপনার মত পরিবর্তন করেন, তবে Flipkart-এর তরফে আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ চাইলে আপনি পরে অর্ডারটি বাতিলও করতে পারেন।

যারা প্রি-অর্ডার করবেন তারা বিশেষ কিছু সুবিধা পাবেন:

Nothing Phone 2 প্রি-অর্ডার করলে, নির্বাচিত ব্যাঙ্ক কার্ডগুলিতে ছাড় দেওয়া হবে। এছাড়াও কোম্পানি 2,499 টাকার পরিবর্তে 1,499 টাকায় একটি 45-ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দেবে। Nothing Phone 2-এর কেস এবং স্ক্রিন প্রটেক্টর 499 টাকা এবং 399 টাকায় পাওয়া যাবে। সেগুলির দাম যথাক্রমে 1,299 টাকা এবং 999 টাকা। এখানেই শেষ নয়, আপনি যদি এই ফোনটির প্রি-বুকিং করেন, তবে 8,499 টাকার পরিবর্তে 4,250 টাকায় নাথিং ইয়ার স্টিক পাবেন ৷

ফোনের প্রি-বুকিংয়ের পরে স্মার্টফোন সমস্ত অফার পেতে আপনাকে 11 জুলাই রাত 9 টার পরে ফোনটি অর্ডার করতে হবে। আপনি অর্ডারের সময় এই অফারগুলি পেয়ে যাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনাকে এখনও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। তাহলেই আপনি এই সমস্ত অফারের সুবিধা পাবেন। তবে আর দেরি না করে, নতুন Nothing Phone 2-এর প্রি-অর্ডার করেই ফেলুন।

Nothing Phone 2-এর ফিচার ও স্পেসিফিকেশন:

স্মার্টফোনটিতে 6.7-ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে, 4700 mAh ব্যাটারি, ডুয়াল ক্যামেরা সেটআপ, Snapdragon 8th Plus 1st জেনারেশন SOC এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্ট পাবেন। ফোনটির দাম প্রায় 40,000 টাকা হতে পারে। তবে এই দাম ফাঁস হওয়া তথ্যের উপর ভিত্তি করে। কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি।

ফোনের প্রি-বুকিং করতে, আপনাকে 2000 টাকা জমা দিতে হবে, যা ফেরত পেয়ে যাবেন। এই ফোনটি প্রি-অর্ডার করবেন কীভাবে?

  • Nothing Phone 2-এর প্রি-বুকিংয়ের জন্য, আপনাকে প্রথমে 2000 টাকা জমা দিতে হবে।
  • টাকা জমা দেওয়ার পর, গ্রাহকরা 11 জুলাই রাত 9 টা থেকে 20 জুলাই রাত 11.59 টায় তাদের পছন্দের রঙ এবং ভ্যারিয়েন্ট বেছে নিতে পারবেন।
  • প্রি-বুকিং করা গ্রাহকরা সেল চলাকালীন ব্যাঙ্ক অফার পাবেন।
Next Article
Nokia Play 2 Max 2023: ছকভাঙা Nokia ফোন, বীভৎস ব্যাটারি ও ক্যামেরা, শুধু অ্যান্ড্রয়েড নয়, iPhone এরও ঘুম কেড়ে নিতে পারে!
Nokia G42 5G লঞ্চ হল, কোম্পানির প্রথম 5G ‘রিপেয়ারেবল’ ফোন, আপনি নিজেই সারিয়ে নিতে পারবেন