Nothing Phone (2) Discount: উৎসবের মরশুমে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিও অফারের ডালি সাজিয়ে হাজির হয়। 8 অক্টোবর থেকে Flipkart Big Billion Days শুরু হয়ে যাচ্ছে, যা চলবে 15 অক্টোবর পর্যন্ত। আর এই এক সপ্তাহের সেলে একাধিক স্মার্টফোন-সহ অন্যান্য গ্যাজেটসে থাকছে আকর্ষণীয় ছাড়। এখন এই সেলেই সবথেকে বড় অঙ্কের ছাড়টি আপনি পাবেন Nothing Phone (2)-এর উপরে। একটি স্পেশ্যাল কার্ড ও এক্সচেঞ্জ অফার মিলিয়ে Nothing তার দ্বিতীয় প্রজন্মের ফোনের উপরে মোট 12,000 টাকার ছাড় দিচ্ছে।
Nothing Phone (2) মাত্র 32,999 টাকায়
1) এই মুহূর্তে Nothing Phone (2)-এর বেস 8GB/128GB স্টোরেজ মডেলের দাম 44,999 টাকা, এক্কেবারে হাই-এন্ড ভ্যারিয়েন্টটি লঞ্চ করা হয়েছিল 54,999 টাকায়।
2) Flipkart এই ফোনের উপরে সরাসরি 5,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। তার ফলে ফোনের তিনটি ভ্যারিয়েন্টের দাম হয়ে যাচ্ছে যথাক্রমে 8/128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা, 12/256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 44,999 টাকা এবং 12/512GB মডেলের দাম 49,999 টাকা।
3) এর পরে আপনার কাছে যদি ICICI, Kotak বা Axis ব্যাঙ্কের কার্ড থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত 3,000 টাকার ডিসকাউন্ট।
4) অফারের এখানেই শেষ নয়। ফ্লিপকার্ট আপনাকে 4,000 টাকার এক্সচেঞ্জ বোনাস দেবে, আপনার পুরনো ফোন বদলালে।
5) এখন এত সব অফারের পরেই Nothing Phone (2)-এর দাম হয়ে যাচ্ছে 32,999 টাকা। অর্থাৎ বেস মডেলের উপরে আপনি সরাসরি 12,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন।
Nothing Phone (2) যে কারণে কিনতে পারেন
1) এই ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির FHD+ LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz।
2) পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে।
3) প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে 50MP Sony IMX890 সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন বা OIS সাপোর্ট করে। এছাড়া রয়েছে একটি 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
4) সফটওয়্যার হিসেবে এই ফোনে Android 13 ভিত্তিক Nothing OS অপারেটিং সিস্টেম থাকছে।
5) রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 4,700mAh ব্যাটারি, যা 45W ফাস্ট ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।