OnePlus 10R ফোনটি ব্যাপক ছাড়ে হাজির হল ফ্লিপকার্ট এবং অ্যামাজন দুই ই-কমার্স প্ল্যাটফর্মেই। একাধিক ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এক সময়ের দামি ফোন আপনি এখন 30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। 2022 সালে লঞ্চ করেছিল OnePlus 10R। কিন্তু সে সময় ফোনটা কেউ ছুঁয়েও দেখতে পারতেন না তার চড়া দামের কারণে। এখন সেই অল-রাউন্ডার ফোনই আপনার নাগালের মধ্যে চলেছে এসেছে। Amazon এবং Flipkart দুই ই-কমার্স প্ল্যাটফর্মে আপনি কত কম দামে ওয়ানপ্লাসের এই ফোনটি ক্রয় করতে পারবেন, জেনে নিন।
OnePlus 10R: কত টাকা ছাড় দিচ্ছে Flipkart
OnePlus 10R ফোনটি আপনি এখন ফ্লিপকার্টে ডিসকাউন্টের পরে পেয়ে যাবেন 30,798 টাকায়। এই দাম ফোনের 128GB স্টোরেজ মডেলের জন্য। এই 5G হ্যান্ডসেটটি ভারতে যখন লঞ্চ হয়েছিল, তখন তার দাম ছিল 38,999 টাকা। অর্থাৎ এই ওয়ানপ্লাস ফোনের উপরে আপনি এখন সরাসরি 8,201 টাকার ছাড় পেয়ে যাচ্ছেন। তবে আপনার কাছে যদি ICICI Bank-এর ক্রেডিট কার্ড থাকে এবং সেই কার্ডের মাধ্যমে আপনি যদি এই ফোনটি ক্রয় করেন, তাহলে আরও অতিরিক্ত 10% ছাড় পেয়ে যাবেন। তার ফলে ফোনের দাম আরও কম হয়ে যাবে।
OnePlus 10R: কত টাকা ছাড় দিচ্ছে Amazon
অ্যামাজ়নে OnePlus 10R ফোনের দাম 34,999 টাকা। তবে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে এই দামের উপরে থাকছে 4,000 টাকার কুপন ডিসকাউন্ট। তার ফলে ফোনটির দাম হয়ে যাচ্ছে 30,999 টাকা। আপনাকে স্রেফ ওই কুপনটির উপরে ক্লিক করতে হবে। তাহলেই আপনি পেমেন্ট পেজে ছাড়ের পরের মূল্যটি দেখতে পাবেন। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও থাকছে 2,000 টাকার অতিরিক্ত ছাড়। ফলে, ফোনের দাম হয়ে যাচ্ছে এক্কেবারে 28,999 টাকা।
OnePlus 10R: এখন এই ফোনটি কেনা ঠিক হবে?
সাধারণ ব্যবহার এবং দৈনিক পারফরম্যান্সের জন্য এই ওয়ানপ্লাস ফোনটি চমৎকার। জেনশিন ইম্প্যাক্ট এবং কল অফ ডিউটির মতো গেম দুটি এই ফোন থেকে আপনি খুব সহজে এবং ঝক্কিহীন ভাবে খেলতে পারবেন।
6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 120Hz। বেশ বড় একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। OnePlus 10R-এর রিটেল বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি 80W ফাস্ট চার্জার। খুবই দ্রুততার সঙ্গে ফোনটি চার্জ করবে এই ফাস্ট চার্জারটি।
পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে Mediatek Dimensity 8100 ম্যাক্স প্রসেসর। সফটওয়্যার হিসেবে Android 13 ভিত্তিক OxygenOS 13 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। ফোনের পিছনে রয়েছে একটি 50MP প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।