OnePlus 11 5G এসে গেল ভারতে, 50MP ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং, দাম 56,999 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 08, 2023 | 3:01 AM

OnePlus 11 5G Launched: এই ওয়ানপ্লাস ফোনের বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 56,999 টাকা। অন্য দিকে হাই-এন্ড 16GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 61,999 টাকা।

OnePlus 11 5G এসে গেল ভারতে, 50MP ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং, দাম 56,999 টাকা
বাজারে ওয়ানপ্লাসের নতুন প্রিমিয়াম হ্যান্ডসেট।

Follow Us

OnePlus 11 5G Price, Specs: অপেক্ষার অবসান ঘটিয়ে OnePlus 11 লঞ্চ হয়ে গেল ভারতে। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে এই OnePlus 11 5G ফোনটি টিজ় করছিল কোম্পানি। এই লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ়ের ফোনটিতে পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর। এর বেস মডেলে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। দাবি করা হচ্ছে, এখনও পর্যন্ত বাজারে এমন কোনও এই দামের ফোন আসেনি যাতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। 14 ফেব্রুয়ারি থেকে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

OnePlus 11: ভারতে দাম ও উপলব্ধতা

OnePlus 11 ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 56,999 টাকা। অন্য দিকে হাই-এন্ড 16GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 61,999 টাকা। ফোনটির মোট দুটি কালার অপশন রয়েছে- ব্ল্যাক (ম্যাট) এবং গ্রিন (মেটালিক)।

14 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি ওয়ানপ্লাসের অফিসিয়াল স্টোর এবং Amazon-এ প্রি-বুক করা যাবে। রেড ক্লাব মেম্বাররা পেয়ে যাবেন 2,000 টাকার ডিসকাউন্ট।

OnePlus 11: ফিচার ও স্পেসিফিকেশন

প্রিমিয়াম OnePlus 11 স্মার্টফোনে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স ও স্পেসিফিকেশনস। সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

পারফরম্যান্স

পারফরম্যান্সের জন্য OnePlus 11 স্মার্টফোনে রয়েছে একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর। এখনও পর্যন্ত বিশ্বে গুটিকয়েক স্মার্টফোন রয়েছে, যাতে এই কোয়ালকম চিপসেট ব্যবহৃত হয়েছে। 16GB পর্যন্ত RAM সাপোর্ট করে ফোনটি, তার সঙ্গে রয়েছে UFS 4.0 স্টোরেজ।

ডিজ়াইন

OnePlus 11 ফোনের ডিজ়াইন সামান্য আলাদা করা হয়েছে। এক্কেবারে রিয়ার প্যানেল ডিজ়াইন রয়েছে ফোনটিতে। এই ওয়ানপ্লাস স্মার্টফোনের রাউন্ড ক্যামেরা আইল্যান্ডে তিনটি লেন্স রয়েছে। ফোনের লুক আরও প্রিমিয়াম করতে গ্লাস-মেটাল কম্বিনেশন দেওয়া হয়েছে।

ক্যামেরা

তিনটি ক্যামেরা রয়েছে এই ফোনের পিছনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে একটি 48MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 32MP 2X টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

ডিসপ্লে

বেশ বড় একটি 6.7 ইঞ্চির 2K Super Fluid AMOLED ডিসপ্লে রয়েছে OnePlus 11 ফোনে, যা একটি LTPO3 প্যানেল। 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে ফোনটি, Dolby Vision-ও সাপোর্ট করে। 60Hz-120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে এই ডিসপ্লে।

ব্যাটারি

5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে OnePlus 11 ফোনে। 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ফোনটি। অর্থাৎ, খুব দ্রুততার সঙ্গে চার্জ হবে। ফোনের বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি চার্জিং ব্রিক এবং কম্প্যাটিবল কেবেল।

Next Article