OnePlus 11 5G Marble Edition Price: ভারতীয় বাজারে OnePlus-এর বিরাট রমরমা আছে। সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই একের পর এক স্মার্টফোন বাজারে আনে কোম্পানিটি। কোম্পানিটি বারতে OnePlus 11 5G Marble Odyssey লঞ্চ করেছে। এই ফোনের পিছনের প্যানেলটি দেখতে একেবারে সত্যিকারের মার্বেলের মতো। কোম্পানির তরফে জানানো হয়েছে, ফোনের পেছনের অংশকে আসল মার্বেলের মতো দেখাতে বিরল মাইক্রোক্রিস্টালাইন রক উপাদান ব্যবহার করা হয়েছে। এছাড়াও, প্রতিটি ফোনে বিভিন্ন ভিজ্যুয়াল টেক্সচার ব্যবহার করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।
OnePlus 11 5G মার্বেল ওডিসির দাম:
OnePlus 11 5G Marble Odyssey Limited Edition স্মার্টফোনের দাম সম্পর্কে কোম্পানি এখনও কোনও তথ্য দেয়নি। কিন্তু মনে করা হচ্ছে, স্পেশাল এডিশনের ফোনটি রেগুলার ফোনের চেয়ে 3 হাজার বেশি দামে বিক্রি হবে। এর 8 জিবি RAM সহ 128 জিবি স্টোরেজের দাম 56,999 টাকা এবং 16 জিবি র্যাম সহ 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 61,999 টাকা।
OnePlus 11 5G মার্বেল ওডিসির স্পেসিফিকেশন ও ফিচার:
ফোনটিতে রেগুলার ফোনের মতোই ফিচার দেওয়া হয়েছে। অর্থাৎ ফোনের লুকে পরিবর্তন করা হলেও ফিচার একই রাখা হয়েছে। ফোনটিতে 2K রেজোলিউশন সহ একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেয় 120Hz রিফ্রেশ রেট পাবেন। ফোনটিতে Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং Android 13 সহ OxygenOS 13 সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে 16 GB RAM এবং 256 GB 4.0 স্টোরেজ রয়েছে। এছাড়াও ফোনটিতে হ্যাসেলব্লাডের ব্র্যান্ডিং সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, যার মধ্যে প্রাথমিক লেন্সটি একটি 50-মেগাপিক্সেল Sony IMX890 সেন্সর, সেকেন্ডারি লেন্সটি একটি 32-মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং তৃতীয় লেন্সটি একটি 48-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড। ফোনটিতে সেলফির জন্য 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 5,000 mAh ব্যাটারি এবং 100 ওয়াট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন।