OnePlus 11R 5G Price, Specs: 7 ফেব্রুয়ারি ভারতে একাধিক প্রডাক্ট লঞ্চ করেছে OnePlus। এদিনই সংস্থাটি নতুন ফ্ল্যাগশিপ সিরিজ়ে OnePlus 11 Series-এর পর্দা উন্মোচন করেছে। এই সিরিজ়ে রয়েছে দুটি ফোন- একটি OnePlus 11 5G এবং অপরটি OnePlus 11R। দুটিই 5G সাপোর্টেড হ্যান্ডসেট। OnePlus 11R 5G-র দাম অপেক্ষাকৃত কম। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চির 120Hz সুপার ফ্লুইড ডিসপ্লে, একটি অত্যন্ত শক্তিশালী চিপসেট, কার্যকর কুলিং সিস্টেম এবং সুপার-ফাস্ট চার্জিং।
OnePlus 11R 5G: দাম ও উপলব্ধতা
OnePlus 11R 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে 39,999 টাকায়। এই দাম ফোনের বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজের। অন্য দিকে ফোনটির হাই-এন্ড ভ্যারিয়েন্ট 16GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 44,999 টাকা। ফোনটির মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে- গ্যালাক্টিক সিলভার এবং সনিক ব্লু। 28 ফেব্রুয়ারি থেকে Amazon এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে কেনাকাটির জন্য উপলব্ধ হবে OnePlus 11R 5G।
OnePlus 11R 5G: স্পেসিফিকেশন, ফিচার
এই লেটেস্ট ওয়ানপ্লাস ফোনে রয়েছে 6.7 ইঞ্চির 120Hz সুপার ফ্লুইড ডিসপ্লে। এই ডিসপ্লেটি ADFR 2.0, 450 PPI সাপোর্ট করে। SGS Low Blue Light Ex দ্বারা সার্টিফায়েড এই স্মার্টফোন, যা ফোনের ডিসপ্লে থেকে ব্যবহারকারীর চোখে কোনও নীল আলো পৌঁছতে দেয় না। প্রসঙ্গত, এটিই প্রথম স্মার্টফোন, যাতে LTPS ডিসপ্লের জন্য ADFR 2.0 প্রযুক্তি দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনের ডিসপ্লের ফ্রেম রেট বিভিন্ন দিকে ব্যবহারের ক্ষেত্রে 40Hz, 45Hz, 60Hz, 90Hz এবং 120Hz পর্যন্ত পরিবর্তিত হতে পারে।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম ফোনটিকে সফটওয়্যারের দিক থেকে চালনা করছে। রয়েছে 5000mAh ব্যাটারি, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে এই OnePlus 11R-এ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 50MP সেন্সর, 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP সেন্সর। ওয়ানপ্লাসের ইন-হাউস অ্যালগোরিদমের সঙ্গে ইক্যুইপ করা রয়েছে ফোনটি, TurboRAW HDR সাপোর্ট করে এই হ্যান্ডসেট, যা ডায়নামিক রেঞ্জে সিন ক্যাপচার করতে পারে।
দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানে এই ফোনে HyperBoost Gaming Engine রয়েছে। ওয়ানপ্লাসের লেটেস্ট অ্যালগোরিদম General Performance Adapter Frame Stabilizer 4.0 সাপোর্ট করে এই ফোন, যা হাই ফ্রেম রেট পেতে পাওয়ার কনজ়াম্পশন এবং পারফরম্যান্সের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে।