ভারতে আসতে চলছে ওয়ানপ্লাস ৯আরটি এবং ওয়ানপ্লাস বাডস জেড ২। জানা গিয়েছে, এই স্মার্টফোন এবং ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস দেশে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ জানুয়ারি। চিনের সংস্থা ওয়ানপ্লাস দুটো আলাদা টুইটে তাদের এই দুই ডিভাইস লঞ্চের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে ওয়ানপ্লাসের এই স্মার্টফোন এবং ইয়ারবাডস। এবার ভারতের পালা। ওয়ানপ্লাস ৯আরটি ফোন পরিচালিত হবে ColorOS- এর সাহায্যে। আর এই ফোনে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। অন্যদিকে, ওয়ানপ্লাস বাডস জেড ২- তে থাকছে ৩৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। এছাড়াও এই ইয়ারবাডসে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকবে।
জানা গিয়েছে, আগামী ১৪ জানুয়ারি ভার্চুয়াল উইন্টার এডিশনের লঞ্চ ইভেন্টের মাধ্যমে ওয়ানপ্লাস সংস্থা তাদের এই স্মার্টফোন এবং ইয়ারবাডস ভারতে লঞ্চ করবে। সংস্থার ইউটিউব চ্যানেলে এই লঞ্চ ইভেন্টের লাইভ দেখানো হবে। ভারতীয় সময় বিকেল ৫টায় লঞ্চ হবে ওয়ানপ্লাস ৯আরটি এবং ওয়ানপ্লাস বাডস জেড ২। ওয়ানপ্লাসের অফিশিয়াল পেজে ইতিমধ্যেই এই লঞ্চ সংক্রান্ত একটি ‘নোটিফাই মি’ পেজ লাইভ করা হয়েছে। অন্যদিকে, জল্পনা চলছে, ভারতে ওয়ানপ্লাস ৯আরটি লঞ্চ হওয়ার পরেই ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯আর ফোন দুটি বন্ধ করতে পারে এই চিনা টেক জায়ান্ট।
ওয়ানপ্লাস ৯আরটি ফোনের স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস বাডস জেড ২- এর স্পেসিফিকেশন
অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সঙ্গে এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি। একবার চার্জ দিলে ৩৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকে। ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। ওয়ানপ্লাসের দাবি, ১০ মিনিট চার্জ দিলে ৫ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে এই ইয়ারবাডস। এছাড়াও এখানে রয়েছে টাচ কন্ট্রোল ফিচার।