OnePlus এর প্রথম 24GB RAM ও 1TB স্টোরেজের Ace 2 Pro হাজির, নজরকাড়া ফিচার্স ও স্পেসিফিকেশন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 18, 2023 | 12:21 AM

OnePlus Acer 2 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে এই ফোনটি হল, OnePlus 11R এবং OnePlus 11-র সংমিশ্রণ। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, ঠিক যেমনটা OnePlus 11 এর ক্ষেত্রেও রয়েছে। তবে এই লেটেস্ট ফোনটিতে Hasselblad ক্যামেরা দেওয়া হয়নি।

OnePlus এর প্রথম 24GB RAM ও 1TB স্টোরেজের Ace 2 Pro হাজির, নজরকাড়া ফিচার্স ও স্পেসিফিকেশন
বিশাল র‌্যাম ও স্টোরেজের OnePlus Ace 2 Pro হাজির।

Follow Us

OnePlus এক বীভৎস স্মার্টফোন নিয়ে হাজির হল বিশ্ব দরবারে। প্রথম স্মার্টফোন হিসেবে ব্র্যান্ডটি 24GB-র বিশাল LPDDR5x RAM এর Ace 2 Pro লঞ্চ করল। তবে র‌্যাম বা স্টোরেজের দিক থেকে বরাবরই বিশ্বের অন্যান্য স্মার্টফোন নির্মাতার থেকে অনেকটাই এগিয়ে ওয়ানপ্লাস। সংস্থা এর আগে একাধিক বার তাদের ফোনগুলিতে উচ্চতর র‌্যাম ও স্টোরেজ ক্যাপাসিটি দিয়েছে। এখন সংস্থাটি হাতে গোনা কয়েকটি ব্র্যান্ডের তালিকায় নিজেদের নাম লিখিয়ে নিল, যারা তাদের ফোনে 24GB RAM অফার করে।

OnePlus এর তরফ থেকে বলা হয়েছে, এই অতিরিক্ত পরিমাণ র‌্যাম সরাসরি স্মার্টফোনের পারফরম্যান্সে প্রভাব ফেলবে। এর দ্বারা চমৎকার মাল্টিটাস্কিং যেমন সম্ভব হবে, তেমনই আবার গেমিংও হবে দুর্দান্ত। তার পাশাপাশিই আবার OnePlus Ace 2 Pro এর একটি জেনশিন ইম্প্যাক্ট এডিশনও থাকছে, যাতে কাস্টমাইজ়েশন এবং প্যাকিংও যোগ করা হয়েছে।

OnePlus Acer 2 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে এই ফোনটি হল, OnePlus 11R এবং OnePlus 11-র সংমিশ্রণ। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, ঠিক যেমনটা OnePlus 11 এর ক্ষেত্রেও রয়েছে। তবে এই লেটেস্ট ফোনটিতে Hasselblad ক্যামেরা দেওয়া হয়নি। তার পরিবর্তে ডিভাইসটিতে রয়েছে 50 MP প্রাইমারি শুটার, 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 MP ম্যাক্রো সেন্সর। OnePlus 11R ফোনেও রয়েছে এই একই ক্যামেরা সেটআপ।

6.74 ইঞ্চির কার্ভড AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে এই ফোনে, যা FHD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। সফটওয়্যার হিসেবে চিনা মডেলটিতে রয়েছে Android 13 ভিত্তিক ColorOS 13.1 অপারেটিং সিস্টেম। গ্লোবাল ভ্যারিয়েন্টে সেই জায়গায় দেওয়া হয়েছে OxygenOS।

OnePlus Ace 2 Pro ফোনে রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000 mAh ব্যাটারি, যা 150W ফাস্ট চার্জিং ও নো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। টপ অফ দ্য লাইন ফোনটিতে 24 GB RAM এর পাশাপাশি রয়েছে 1 TB ইন্টারনাল স্টোরেজ। চিনে এই স্মার্টফোনের দাম 3,999 Yuan বা 46,079 টাকা প্রায়। তবে ফোনের গ্লোবাল ভার্সনটি কবে নাগাদ লঞ্চ করা হবে এবং তার দামই বা কত হবে, সেই বিষয়গুলি সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

Next Article