OnePlus Nord 3 5G Launched Date: বহুদিন ধরেই OnePlus-এর নতুন 5G স্মার্টফোন OnePlus Nord 3 5G নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। বহু মানুষ ফোনটি কেনার অপেক্ষায় রয়েছেন। কোম্পানির তরফে অনেকদিন আগেই ফোনটির লঞ্চের তারিখ ঘোষনা করে দেওয়া হয়েছিল। সেই মতোই স্মার্টফোন ব্র্যান্ড OnePlus আজ অর্থাৎ 5 জুলাই তার নতুন 5G স্মার্টফোন OnePlus Nord 3 5G লঞ্চ করতে চলেছে। তবে শুধুই যে এই স্মার্টফোনটি বাজারে আসবে, তা একেবারেই নয়। আশা করা হচ্ছে, এর সঙ্গে নতুন ইয়ারবাড OnePlus Nord Buds 2rও লঞ্চ করবে। আপনি এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংয়ও দেখতে পাবেন। কিন্তু দেখবেন কোথায়? আপনি চাইলে অনলাইনে এই ইভেন্টটি দেখতে পারবেন। এই অনুষ্ঠানটি আজ অর্থাৎ 5 জুলাই সন্ধ্যা 7টায় হবে।
কোথায় আপনি লাইভ দেখতে পাবেন?
আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল YouTube চ্যানেলে OnePlus Nord 3 5G লঞ্চ ইভেন্ট দেখতে পারেন। এই স্মার্টফোনটি দু’টি রঙে লঞ্চ করা হবে – টেম্পেস্ট গ্রে এবং মিস্টি গ্রিন। অর্থাৎ আপনি এই দু’টি রঙে কিনে নিতে পারবেন নতুন ফোনটি।
এই ফোনের বিশেষত্ব কী?
OnePlus এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, OnePlus Nord 3 5G স্মার্টফোনটিতে 80W SUPERVOOC চার্জিং প্রযুক্তি রয়েছে, যা ফোনটিকে খুব দ্রুত চার্জ করবে বলে জানিয়েছে কোম্পানিটি। পারফরম্যান্সের জন্য ফোনটিতে 16GB RAM ব্যবহার করা হয়েছে।
এছাড়াও ফোনটিতে রয়েছে SonyIMX890 মেন ক্যামেরা এবং OIS প্রযুক্তি, যা ফটোগ্রাফিকে আরও সুন্দর করে। OnePlus Nord 3 5G-এর ডিসপ্লেটি 6.74 ইঞ্চির, যার রিফ্রেশ রেট 120Hz। OnePlus Nord 3 5G স্মার্টফোনটিতে একটি OnePlus Alert স্লাইডার রয়েছে, যার সাহায্যে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন।
A whole new generation of #OnePlusNord devices are dropping tomorrow. Catch the event live, 7PM IST! pic.twitter.com/s34BoMk1Pb
— OnePlus India (@OnePlus_IN) July 4, 2023
লঞ্চ ইভেন্ট আপনি অফারও পাবেন:
OnePlus গ্রাহকদের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রামের সুবিধা দিচ্ছে। এতে আপনি আপনার পুরনো স্মার্টফোনের বিনিময়ে নতুন OnePlus Nord 3 5G ফোনটি কিনতে পারবেন। কিন্তু এর জন্য একটি শর্ত রয়েছে। আপনার পুরনো ফোনের অবস্থা ভাল হতে হবে। তবেই আপনি অনেক টাকা ছাড় পাবেন। এছাড়াও, কোম্পানি বর্তমানে OnePlus স্টোর অ্যাপে অনেক ডিল অফার করছে।