নতুন Nord CE 3 Lite ফোনটি Nord CE 2 Lite-এর থেকে আলাদা কোথায়? OnePlus-এর কম দামি ফোন দুটির কোনটি সেরা?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 06, 2023 | 5:47 PM

OnePlus Nord CE 3 Lite 5G Price: OnePlus সম্প্রতি ভারতে তার নতুন স্মার্টফোন OnePlus Nord CE 3 Lite স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুন ফোনে কোম্পানিটি কী-কী নতুন ফিচার দিয়েছে, যা OnePlus Nord CE 2 Lite ফোনটির থেকে আলাদা।

নতুন Nord CE 3 Lite ফোনটি Nord CE 2 Lite-এর থেকে আলাদা কোথায়? OnePlus-এর কম দামি ফোন দুটির কোনটি সেরা?

Follow Us

OnePlus Nord CE 2 Lite Price: OnePlus সম্প্রতি ভারতে তার নতুন স্মার্টফোন OnePlus Nord CE 3 Lite স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন OnePlus ফোনটি কোম্পানির OnePlus Nord CE 2 Lite-এর আপগ্রেড ভ্যারিয়েন্ট। নতুন OnePlus Nord CE 3 Lite 5Gস্মার্টফোনটি ভারতে 25,000 টাকার মধ্যে লঞ্চ করা হয়েছে। এই নতুন ফোনটিতে ফুল এইচডি+ ডিসপ্লে, 8GB RAM এবং 108MP রিয়ার ক্যামেরা রয়েছে। আবার OnePlus Nord CE2 Lite-ও মানুষের কাছে বেশ জনপ্রিয় একটি ফোন। তাহলে এই নতুন ফোনে কোম্পানিটি কী-কী নতুন ফিচার দিয়েছে, যা আগের ফোনটির থেকে আলাদা। চলুন জেনে নেওয়া যাক।

OnePlus Nord CE 3 Lite 5G বনাম OnePlus Nord CE 2 Lite: ডিসপ্লে

OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনটিতে একটি 6.72-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে, যা FullHD+ (1080×2400 পিক্সেল) রেজোলিউশন অফার করে। ডিসপ্লেটিতে 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ডিসপ্লে সিকিউরিটির জন্য হ্যান্ডসেটটিতে Asahi Dragontail Star Glass দেওয়া হয়েছে।

আর OnePlus Nord CE 2 Lite-এ একটি 6.59-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে এবং এটি FullHD+ (7080×2412 পিক্সেল) রেজোলিউশন দেওয়া হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট হল 120 Hz।

OnePlus Nord CE 3 Lite 5G বনাম OnePlus Nord CE 2 Lite: প্রসেসর এবং অপারেটিং সিস্টেমের পার্থক্য

উভয় ফোনেই Octa-core Qualcomm Snapdragon 695 প্রসেসর দেওয়া হয়েছে। আর OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনটি Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক OxygenOS 13.1-এ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 3 বছরের জন্য অ্যান্ড্রয়েড ওএস আপডেটও দেওয়া হয়েছে। একই সময়ে, OnePlus Nord CE 2 Lite স্মার্টফোনে Android 12 অপারেটিং সিস্টেম রয়েছে।

কার স্টোরেজ বেশি?

OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজ এবং ৪ GB RAM এবং 256 GB ইনবিল্ট স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন।

OnePlus Nord CE 2 Lite-এ 6 GB RAM এবং 128 GB স্টোরেজ এবং ৪ GB RAM এবং 128 GB স্টোরেজের দু’টি ভ্যারিয়েন্ট রয়েছে।

ক্যামেরার তুলনা দেখে নিন:

OnePlus Nord CE 3 Lite 5G-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে 108 মেগাপিক্সেল প্রাইমারি, 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে যার অ্যাপারচার F/1.761 সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য হ্যান্ডসেটটিতে অ্যাপারচার F/2.0 সহ একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আর অন্যদিকে OnePlus Nord CE 2 Lite স্মার্টফোনটিতে একটি 65-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনটিতে 2 মেগাপিক্সেলের দু’টি সেন্সর রয়েছে। হ্যান্ডসেটটিতে একটি 16-মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে।

কোন ফোনটির ব্যাটারি বেশি ভাল?

OnePlus Nord CE 3 Lite পাওয়ার জন্য, একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি ফোনটি মাত্র 30 মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। একই সময়ে, OnePlus Nord CE 2 Lite-এ একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Next Article