Realme 10 Pro Price: OnePlus সম্প্রতি ভারতে OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চ করেছে। OnePlus Nord CE 3 Lite 5G হল কোম্পানির একটি সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন, যার দাম 20 হাজার টাকার কম। এর বিক্রি আজ অর্থাৎ 11 এপ্রিল শুরু হবে। OnePlus Nord CE 3 Lite 5G-তে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দেওয়া হয়েছে। OnePlus Nord CE 3 Lite 5G ফোনটি, বাজারে উপস্থিত Realme 10 Pro 5G-কে অনায়াসেই টেক্কা দিতে পারে। যা কিছু দিন আগে চালু করা হয়েছিল। দু’টি ফোনের ফিচারেও বেশ মিল রয়েছে। কিন্তু কোনটি কিনলে আপনি বেশি লাভবান হবেন? চলুন খুঁজে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর।
OnePlus Nord CE 3 Lite 5G বনাম Realme 10 Pro 5G: দামের পার্থক্য
OnePlus Nord CE 3 Lite 5G-এর দাম 128GB স্টোরেজ সহ 8GB RAM-এর জন্য 19,999 টাকা এবং 256GB স্টোরেজ সহ 8GB RAM-এর জন্য 21,999 টাকা।
আর অন্যদিকে, Reality 10 Pro 5G এর 6 GB র্যাম সহ 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 18,999 এবং 8 GB RAM সহ 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,999৷
OnePlus Nord CE 3 Lite 5G বনাম Realme 10 Pro 5G: স্পেসিফিকেশন
ফোনটিতে একটি 6.72-ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 1,800 x 2,400 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ডিসপ্লেয়, 680 nits এর ব্রাইটনেস এবং 240Hz এর একটি টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এতে Snapdragon 695 5G প্রসেসর সহ 256 GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ এবং 8 GB RAM-এর সাপোর্ট রয়েছে। RAM 16 GB পর্যন্ত বাড়ানো যাবে। Android 13 ভিত্তিক OxygenOS 13 ফোনটিতে পাওয়া যাচ্ছে।
Realme 10 Pro 5G-এ একটি 6.7-ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা (2400 × 1080 পিক্সেল) রেজোলিউশন এবং 120 Hz রিফ্রেশ রেট সহ আসে। ফোনটিতে একটি কোয়াড-কোর স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর এবং 8 গিগাবাইট র্যাম সহ 128 জিবি স্টোরেজ রয়েছে। Realme 10 Pro 5G-এর RAM 16 GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
কোন ফোনের ক্যামেরা ও ব্যাটারি বেশি ভাল?
Realme 10 Pro 5G-তে প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের।
আর OnePlus-এর নতুন ফোনের সঙ্গে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 108 মেগাপিক্সেলের ফোনে প্রাইমারি ক্যামেরা পাওয়া যায়। সেকেন্ডারি ক্যামেরাটি একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং তৃতীয় ক্যামেরাটি একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য ফোনটিতে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
OnePlus Nord CE 3 Lite-এ 5,000mAh ব্যাটারি এবং 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনে কানেকশনের জন্য, 5G, Wi-Fi, ব্লুটুথ 5.3, GPS/A-GPS, GPS এবং একটি USB Type-C পোর্টের সাপোর্ট রয়েছে।
আর Realme 10 Pro-এ 5000mAh ব্যাটারি এবং 33W SuperWook ফাস্ট চার্জিং-এর সাপোর্ট রয়েছে।