Oppo A17: মাত্র 850 টাকা খরচ করেই কিনে ফেলুন Oppo-র স্মার্টফোন, অবাক করা অফার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 08, 2023 | 11:04 AM

Oppo A17 Offers: এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। Oppo স্মার্টফোনের চাহিদা সবসময় থাকে। Oppo A17 ফোনটি আপনি মাত্র 850 টাকায় কিনতে পারবেন। কিন্তু এই ফোনটি কেনার আগে আপনাকে অনেকগুলি বিষয় খেয়াল রাখতে হবে।

Oppo A17: মাত্র 850 টাকা খরচ করেই কিনে ফেলুন Oppo-র স্মার্টফোন, অবাক করা অফার

Follow Us

Oppo A17 Price: একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? অনেকদিন ধরে প্ল্যান করেও কিনে উঠে পারছেন না, দামের কথা ভেবে। তবে এবার আপনার জন্য একটি সুখবর আছে। আপনি যদি Oppo স্মার্টফোন কিনতে চান, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। Oppo স্মার্টফোনের চাহিদা সবসময় থাকে। Oppo A17 ফোনটি আপনি মাত্র 850 টাকায় কিনতে পারবেন। কিন্তু এই ফোনটি কেনার আগে আপনাকে অনেকগুলি বিষয় খেয়াল রাখতে হবে। অনলাইনে আপনি এই ফোনটি এত কম দামে কিনে ফেলতে পারবেন। বর্তমানে বহু মানুষই অনলাইনে শপিং করতে ভালবাসেন। তাই কোম্পানিগুলিও একের পর এক অফার দেয়। তেমনই একটি বিরাট অফার দিয়েছে ই-কমার্স সাইট Amazon। কেনার আগে আপনি জেনে নিন, এতে আর কী কী অফার পাবেন। আর কেনই বা কিনবেন ফোনটি? চলুন জেনে নেওয়া যাক।

Oppo A17-তে কী কী অফার পাবেন?

আপনি Amazon থেকে Oppo A17 (64GB+4GB) অর্ডার করে ফেলতে পারেন। এই ফোনের আসল দাম 14,999 টাকা। তবে আপনি এতে অনেক ছাড় পাবেন। আপনি 17% ছাড়ের পরে এটি 12,499 টাকায় কিনতে পারবেন। এখানেই শেষ নয়, আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পাবেন। সেই ব্যাঙ্ক অফারে, HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে আপনি 1 হাজার টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও আরও অনেক সুবিধা পাবেন।

এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি আলাদা একটি ডিসকাউন্ট পেতে চলেছেন। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোনটি Amazon-এ ফেরত দেন, তাহলে আপনি 11,850 টাকা ছাড় পাবেন। কিন্তু এই ছাড় পেতে হলে আপনার পুরনো স্মার্টফোনের কন্ডিশন ঠিক থাকতে হবে। এমনকী আপনার ফোনটির মডেলের উপরও দামের পরিমাণ নির্ভর করবে। ফোনটিতে আপনাকে আলাদা করে ডেলিভারি চার্জ দিতে হবে না। আপনি এতে বিনামূল্যে ডেলিভারি অপশনও পাবেন।

Oppo A17 ফোনটির বিশেষত্ব কী?

এই ফোনে 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এ ছাড়া ফোনের গতি নিয়ে বেশি ভাবতে হবে না। ফোনটিতে MediaTek Helio G35 প্রসেসর পাবেন। এছাড়াও, আপনাকে ফোনের ব্যাটারির দিকে কোম্পানিটি বিশেষ নজর দিয়েছে। আপনি এই ফোনে 5000 mAh ব্যাটারি পাবেন। অর্থাৎ আপনাকে এই ফোনে বার বার চার্জ দিতে হবে না।

Next Article