Oppo A38 স্মার্টফোন লঞ্চ হল সস্তা দামে, ইনবিল্ট স্টোরেজ 128GB আর 4GB ব়্যাম

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 08, 2023 | 8:06 PM

Oppo A38 Price: ক্যামেরা সেটআপের কথা বললে, Oppo A38-এর পিছনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা দেওয়া হয়েছে। একই সঙ্গে এর সামনে একটি 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন।

Oppo A38 স্মার্টফোন লঞ্চ হল সস্তা দামে, ইনবিল্ট স্টোরেজ 128GB আর 4GB ব়্যাম

Follow Us

Oppo অবশেষে ভারতে Oppo A38 স্মার্টফোন লঞ্চ করেছে। এর আগে এই ফোনটি UAE এবং মালয়েশিয়ায় লঞ্চ হয়ে গিয়েছে। এই স্মার্টফোনটি বাজেট রেঞ্জে বাজারে আনা হয়েছে। এমনকি অনেক কম দামে এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে হাই রেজোলিউশন ক্যামেরা, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। চলুন জেনে নেওয়া যাক Oppo A38-এর ফিচার এবং স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম।

Oppo A38-এর দাম:

দামের কথা বললে, Oppo A38-এর দাম 12,999 টাকা । এই স্মার্টফোনটি বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য রাখা হয়েছে। আর ডেলিভারি শুরু হবে 13 সেপ্টেম্বর থেকে। এই স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। রঙের ক্ষেত্রে, এটি গ্লোয়িং গোল্ড এবং গ্লোয়িং ব্ল্যাক-এ কেনা যাবে।

Oppo A38-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Oppo A38-এ একটি 6.56-ইঞ্চি HD + LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz। এই স্মার্টফোনটি Octa Core MediaTek Helio G85 দেওয়া হয়েছে। স্টোরেজ হিসেবে, এই ফোনে 4GB RAM এবং 128GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নিতে পারবেন। এই স্মার্টফোনটি Android 13-এর উপর ভিত্তি করে OPPO ColorOS 13.1-এ কাজ করে। নিরাপত্তার জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ক্যামেরা সেটআপের কথা বললে, Oppo A38-এর পিছনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা দেওয়া হয়েছে। একই সঙ্গে এর সামনে একটি 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন। কানেক্টিভিটি অপশনে ডুয়াল 4জি সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং 3.5 মিমি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। এই ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Next Article