OPPO ভারতে একটি চমৎকার স্মার্টফোন নিয়ে এল। মিড-রেঞ্জ সেই 5G স্মার্টফোনের নাম OPPO A79। হ্যান্ডসেটটি লঞ্চ করা হয়েছে 20,000 টাকারও কম দামে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে FHD+ ডিসপ্লে, পারফরম্যান্সের জন্য অত্যন্ত শক্তিশালী একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর। OPPO A79 5G ফোনের সামনে 8MP এবং পিছনে একটি 50MP ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির দাম ও ফিচার্স সংক্রান্ত অন্যান্য তথ্যগুলি জেনে নেওয়া যাক।
OPPO A79 5G ভারতে দাম ও অন্যান্য তথ্য
OPPO A79 5G লঞ্চ করা হয়েছে 19,999 টাকায়। একটাই মাত্র 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এর- মিস্ট্রি ব্ল্যাক ও গ্লোয়িং গ্রিন। 4,000 টাকার ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন কাস্টমাররা। সেই সঙ্গেই আবার আরও অতিরিক্ত 4,000 টাকার এক্সচেঞ্জ বোনাসের পাশাপাশি নো-কস্ট ইএমআই অফারও থাকছে। 28 অক্টোবর থেকে এই OPPO হ্যান্ডসেটের বিক্রিবাট্টা শুরু হবে। OPPO-র অনলাইন ও অফলাইন স্টোরের পাশাপাশি ফ্লিপকার্ট, অ্যামাজ়ন এবং অন্যান্য রিটেল দোকানেও এই ফোনটি পাওয়া যাবে।
OPPO A79 5G: ফিচার ও স্পেসিফিকেশন
এই OPPO হ্যান্ডসেটে রয়েছে 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 2400 x 1080 পিক্সেল। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9, 90Hz রিফ্রেশ রেট দিতে পারে এবং টাচ স্যাম্পলিং রেট 180Hz।
পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।
দুর্দান্ত ক্যামেরা সেটআপ রয়েছে এই হ্যান্ডসেটে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনের পিছনে রয়েছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 2MP পোর্ট্রেইট সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
এছাড়া রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি, যা 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।