Oppo ভারতে নতুন F21s Pro সিরিজ়ের ফোন লঞ্চ করল. এই সিরিজ়ের রয়েছে দুটি মেইনস্ট্রিম ফোন- Oppo F21s Pro এবং Oppo F21s Pro 5G। উৎসবের মরশুম উপলক্ষ্যে 22,999 টাকাতেই সেল শুরু হল এই ওপ্পো সিরিজ়ের। লুক ও ডিজ়াইনের দিক থেকে ফোন দুটি প্রায় এক, এই মুহূর্তে মার্কেটের অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতোই তাদের প্রাইস রেঞ্জের নিরিখে ফিচার্স, স্পেসিফিকেশনসও। তবে এই মুহূর্তে মার্কেটে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এমন একটা ফিচার নেই, যা এই Oppo F21s Pro সিরিজ়ে দেওয়া হয়েছে, তা হল ‘মাইক্রোলেন্স’। তার থেকেও বড় কথা হল, 25,000 টাকা বাজেট ক্যাটেগরিতে এই বৈশিষ্ট্যটি সত্যিই অভাবনীয়।
Oppo F21s Pro এবং Oppo F21s Pro 5G দুটি ফোনই এই মুহূর্তে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। ফোনগুলি হাতে পাওয়া যাবে 19 সেপ্টেম্বর থেকে। Oppo F21 Pro Series-এর ফোনগুলিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং পারফরম্যান্সের জন্য কোয়ালকম প্রসেসর। দুটি ফোনেই রয়েছে সেগমেন্ট-ফার্স্ট মাইক্রোলেন্স, যাদের ম্যাগনিফিকেশন ক্যাপাবিলিটি 15x এবং 30x। মালিকানাধীন OPPO Glow ডিজাইনও রয়েছে ফোন দুটিতে।
Oppo F21s Pro এবং Oppo F21s Pro 5G: ভারতে দাম
দুটি ফোনেরই একটি করে স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। Oppo F21s Pro-র 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ভারতে 22,999 টাকা।
অন্য দিকে Oppo F21s Pro 5G-র 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ভারতে 25,999 টাকা। ডনলাইট গোল্ড এবং স্টারলাইট ব্ল্যাক এই দুই কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোন দুটির।
Oppo F21s Pro স্পেসিফিকেশনস
Oppo F21s Pro ফোনে রয়েছে 6.43 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 1080×2400। ফোনের স্ক্রিনের রিফ্রেশ রেট 90Hz এবং সুরক্ষার জন্য একটি কর্নিং গোরিলা গ্লাস 5 লেয়ার দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে একটি Qualcomm Snapdragon 680 প্রসেসরের সাহাযযে, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত র্যামের সঙ্গে।
128GB অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনের। এই স্টোরেজ আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়েও নেওয়া যাবে। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 12.1।
ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 64MP সেন্সর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে একটি 2MP মাইক্রোস্কোপ ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর। Oppo F21s Pro-তে একটি শক্তিশালী এবং বড় 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Oppo F21s Pro 5G স্পেসিফিকেশনস
Oppo F21-এ রয়েছে 6.43 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 1080 x 2400। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। Oppo F21s Pro ফোনের 5G ভার্সনটিতে রয়েছে 8GB পর্যন্ত র্যাম এবং 128GB পর্যন্ত স্টোরেজ। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক ColorOS 12।
এই ফোনেও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে 64MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 2MP মনোক্রোম সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো ক্যাম রয়েছে। শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারিও দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
F21s Pro সিরিজ়ে অফার
Oppo F21s Pro এবং Oppo F21s Pro 5G ফোন দুটিতে একাধিক অফার রয়েছে, সেগুলিই একনজরে দেখে নেওয়া যাক।
* ICICI Bank, Kotak Bank এবং Bank of Baroda-র ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 10 শতাংশ পর্যন্ত বা 2500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন।
* নো-কস্ট EMI অফার রয়েছে 6 মাস পর্যন্ত।
* এছাড়াও EMI অপশনের মধ্যে রয়েছে জ়িরো ডাউন পেমেন্ট।
* এক্সচেঞ্জ অফারে 3,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন কাস্টমাররা।