Oppo Reno 10 সিরিজ় লঞ্চ হচ্ছে শীঘ্রই, ফোনে থাকছে টেলিফটো ক্যামেরা; রয়েছে আরও চমক

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 27, 2023 | 1:24 PM

Oppo Reno 10 Price: এই ফোনটিতে একটি সিঙ্গেল ভ্য়ারিয়েন্টে পাবেন, যাতে 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকবে। এই মডেলটি গ্লসি পার্পল এবং সিলভার গ্রে শেডে বাজারে লঞ্চ হতে চলেছে।

Oppo Reno 10 সিরিজ় লঞ্চ হচ্ছে শীঘ্রই, ফোনে থাকছে টেলিফটো ক্যামেরা; রয়েছে আরও চমক

Follow Us

Oppo Reno 10 Series Launch Date: চলতি বছরের জুলাইয়ে অনেকগুলি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। লঞ্চ হওয়া অনেকগুলি স্মার্টফোন সিরিজ়ের মধ্যে একটি হল Oppo Reno 10 সিরিজ। এই সিরিজটি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। যদিও লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। লঞ্চের আগে এই সিরিজ়ের কিছু তথ্য কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। Oppo এই সিরিজ়ের অধীনে 3টি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার মধ্যে Oppo Reno 10, Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro+ রয়েছে। এই সিরিজ়ের একটি বিশেষত্ব রয়েছে, যা সিরিজ়টিকে অন্য সবের থেকে আলাদা করে। কোম্পানি এই সিরিজে টেলিফটো লেন্স দিতে চলেছে, যা এই সিরিজের অন্যতম একটি আকর্ষণ।

ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে:

কোম্পানিটি নতুন এই সিরিজ়টি সম্পর্কে যে সব তথ্য় দিয়েছে, সেই তথ্য অনুযায়ী, Oppo Reno 10 Pro 5G-এ Sony-এর 50MP IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে 32MP IMX709 টেলিফোটো পোর্ট্রেট সেন্সরও পাবেন। বর্তমানে, কোম্পানি রেয়ার ক্যামেরা সেটআপের তৃতীয় সেন্সরটি সম্পর্কে কোনও তথ্য শেয়ার করেনি। Oppo-র মতে Oppo Reno 10 Pro+ তে একটি পেরিস্কোপ লেন্স থাকবে, যা 3x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। Oppo Reno 10 এবং Oppo Reno 10 Pro একটি 64MP টেলিফটো ক্যামেরা সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। কোম্পানির দাবি, এটি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা, যা 1/2-ইঞ্চি ইমেজ সেন্সর সাপোর্ট করে। এটিতে 3x অপটিক্যাল জুমের পোর্ট্রেট ক্যাপচার করার মতো ফিচারও ব্যবহার করা হয়েছে।

OIS সাপোর্ট এবং 120x হাইব্রিড জুমও পেয়ে যাবেন। টেলিফটো ছাড়াও, ফোনটিতে একটি 50MP প্রাথমিক ক্যামেরা এবং একটি 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সামনে সেলফি এবং ভিডিয়ো কল করার জন্য লোকেরা 32MP ক্যামেরা পাবেন।

এই ফোনটিতে একটি সিঙ্গেল ভ্য়ারিয়েন্টে পাবেন, যাতে 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকবে। এই মডেলটি গ্লসি পার্পল এবং সিলভার গ্রে শেডে বাজারে লঞ্চ হতে চলেছে। অর্থাৎ আপনি এই দু’টি রঙে কিনতে পারবেন। তবে এখনও কোম্পানির তরফে কোনও তারিখ জানানো হয়নি। তাই আপনাকে এই নতুন সিরিজটি কেনার জন্য এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

Next Article