Oppo Smartphone: ভারতে ওপ্পো রেনো ৭ এবং রেনো ৭ প্রো ফোনের দাম কত হতে পারে?

শোনা গিয়েছে ওপ্পোর নেক্সট জেনারেশন ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন এবং ওপ্পো ওয়াচ ফ্রি- ও লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে।

Oppo Smartphone: ভারতে ওপ্পো রেনো ৭ এবং রেনো ৭ প্রো ফোনের দাম কত হতে পারে?
এই স্মার্টফোন সিরিজের ভ্যানিলা এবং প্রো মডেল ভারতে লঞ্চ হতে পারে।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2021 | 8:27 AM

সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৭ সিরিজের স্মার্টফোন। এবার পালা ভারতের। ইতিমধ্যেই এই স্মার্টফোন সিরিজের দু’টি ফোন ওপ্পো রেনো ৭ ৫জি এবং ওপ্পো রেনো ৭ প্রো ৫জি, এই দুই ফোনের সম্ভাব্য দামও প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনও প্রকাশ হয়েছে অনলাইনে। একনজরে দেখে নেওয়া যাক ওপ্পো রেনো ৭ সিরিজের ভ্যানিলা এবং প্রো মডেলের খুঁটিনাটি।

অন্যদিকে আবার শোনা গিয়েছে ওপ্পোর নেক্সট জেনারেশন ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন এবং ওপ্পো ওয়াচ ফ্রি- ও লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। এই চারটি প্রোডাক্ট অর্থাৎ ওপ্পো রেনো ৭ সিরিজের দুটো ফোন এবং এই ইয়ারফোন ও স্মার্টওয়াচ, আগামী বছর জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে পারে।

ওপ্পো রেনো ৭ ৫জি এবং ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনের সম্ভাব্য দাম

91Mobiles- এর তরফে বলা হয়েছে ওপ্পো রেনো ৭ ৫জি ফোনের দাম ভারতে ২৮ হাজার থেকে ৩১ হাজার টাকার মধ্যে হতে পারে। আর ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনের দাম হতে পারে ৪১ হাজার থেকে ৪৩ হাজার টাকার মধ্যে। তবে কী র‍্যাম এবং স্টোরেজ নিয়ে ভারতে এই দুই ফোন লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও শোনা গিয়েছে ওপ্পোর নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন, যা জানুয়ারিতে লঞ্চ হতে চলেছে তার দাম হতে পারে ৯৯৯৯ টাকার আশপাশে।

ওপ্পো রেনো ৭ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ওপ্পো রেনো ৭ সিরিজের এই ভ্যানিলা মডেলে থাকতে পারে ৬.৪৩ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
  • ওপ্পো রেনো ৭ ৫জি ফোনে Qualcomm Snapdragon 778G প্রসেসর সর থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS3.1 স্টোরেজ থাকতে পারে।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকতে পারে। এছাড়া ফোএন্র সামনের ডিসপ্লেতে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • ওপ্পো রেনো ৭ ৫জি ফোনে ৪৫০০mAh ব্যাটারি এবং তার সঙ্গে ৬০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

ওপ্পো রেনো ৭ প্রো ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। এর রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
  • MediaTek Dimensity 1200-Max প্রসেসর থাকতে পারে এই ফোন। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও একটি ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লেতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
  • এই ফোনে
  • ফোনে ৪৫০০mAh ব্যাটারি এবং তার সঙ্গে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Realme GT 2 Pro: আগামী বছর ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, দেখুন সম্ভাব্য দাম, ডিজাইন ও স্পেসিফিকেশন