জনপ্রিয় একটি ওপ্পো স্মার্টফোন সস্তা হল ভারতে, যার নাম Oppo Reno 7 Pro। মুম্বইয়ের রিটেলার মহেশ টেলিকেমর তরফে সম্প্রতি একটি ট্যুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই ওপ্পো রেনো সিরিজ়ের ফোনটি ভারতে 3,000 টাকা সস্তা হয়েছে। প্রসঙ্গত, এই Oppo Reno 7 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। সে সময় ফোনটির দাম রাখা হয়েছিল 39,999 টাকা। এখন 3,000 টাকা সস্তা হওয়ার ফলে ফোনটির দাম 36,999 টাকা হয়ে গিয়েছে। 10 অগস্ট থেকেই এই নতুন দামে ফোনটি কেনা যাচ্ছে ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে।
Oppo Reno 7 Pro: স্পেসিফিকেশন, ফিচার
এই ওপ্পো স্মার্টফোনের দুটি কালার অপশন রয়েছে- স্টারট্রেলস ব্লু এবং স্টারলাইট ব্ল্যাক। একটি 6.5 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যার পিক্সেল রেজড়োলিউশন 1080X2400 পিক্সেলস। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 90Hz, সুরক্ষার জন্য এতে কর্নিং গ্লাস 5 লেয়ার রয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 ম্যাক্স অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত র্যাম এবং 256GB পর্যন্ত ইন্টারনাল মেমোরির সঙ্গে।
রয়েছে একটি 4,500mAh ব্যাটারি, যা 65W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির সঙ্গে একটি USB টাইপ-C চার্জিং কেবেল দেওয়া হচ্ছে। ফটোগ্রাফির জন্য ওপ্পো হ্যান্ডসেটটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 50MP সনি IMX766 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি সেন্সর হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড লেন্স এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা।
সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 32MP সনি IMX709 ফ্রন্ট ফেসিং সেন্সর। কানেক্টিভিটির দিক থেকে ফোনটি 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ v5.2, GPS/ A-GPS এবং NFC সাপোর্ট করবে।