Oppo স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে চমৎকার একটি অফার রয়েছে আপনার জন্য। জনপ্রিয় একটি ফোনে রয়েছে ব্যাপক ছাড়। সেই ফোন, যার চড়া দাম হওয়ার ফলে আপনি এতদিন কিনতে গিয়েও পিছ পা হচ্ছিলেন। সেই ফোনই এখন এক্কেবারে জলের দরে! ফোনের নাম Oppo Reno 8 5G। প্রায় 40,000 টাকার কাছাকাছি দাম হলেও এই ফোন আপনি এখন মাত্র 2,000 টাকায় পেয়ে যেতে পারেন। কীভাবে এত কম দামে ফোনটি আপনি ক্রয় করবেন, কী-কী অফার রয়েছে, ফোনের ফিচার ও স্পেসিফিকেশনই বা কেমন, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Oppo Reno 8 5G: দাম ও অফার
Oppo Reno 8 5G-র জন্য এই অফারটি আপনাকে দিচ্ছে Amazon। এমনিতে এই ফোনের দাম 38,999 টাকা। কিন্তু এই ফোন কিনতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। Amazon প্রাথমিক ভাবে এই ফোনের উপর আপনাকে 31% ডিসকাউন্ট দিচ্ছে। ফলে, ফোনটি আপনি মাত্র 27,000 টাকায় কিনতে পারবেন। এর পাশাপাশিই আবার নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারে আপনি পেয়ে যাবেন 2,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট।
এবার রয়েছে সবথেকে বড় অফারটি। আর সেটি হল এক্সচেঞ্জ অফার। Amazon থেকে এই ফোনের উপরে একেসচেঞ্জ অফার হিসেবে আপনি পেয়ে যাবেন 25,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তবে সেই এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে আপনার ফোনের পরিস্থিতি ভাল হতে হবে। এখন এই এক্সচেঞ্জ অফারের ফলে Oppo Reno 8 5G আপনি বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 2,000 টাকায়।
Oppo Reno 8 5G: ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 12.1 কাস্টম স্কিন।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP সেন্সর এবং আর একটি 2MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে ফোনটির। Oppo Reno 8 5G-র ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত। বেশ বড় এবং শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। শিমার গোল্ড এবং শিমার ব্ল্যাক এই দুই রঙে ফোনটি আপনি ক্রয় করতে পারবেন।