Oppo Reno 8 Series: ভারতে খুব তাড়াতাড়িই লঞ্চ হতে পারে Oppo Reno 8 Pro 5G ফোন, সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 23, 2022 | 3:27 PM

Oppo Reno 8 Series: শোনা গিয়েছে, চিনে যে Oppo Reno 8 Series লঞ্চ হতে চলেছে সেখানে মোট তিনটি ফোন লঞ্চ হতে চলেছে। সেগুলি হল- Oppo Reno 8, Oppo Reno 8 Pro এবং Oppo Reno 8 Pro Plus 5G।

Oppo Reno 8 Series: ভারতে খুব তাড়াতাড়িই লঞ্চ হতে পারে Oppo Reno 8 Pro 5G ফোন, সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো দেখে নিন
ওপ্পো রেনো ৮ সিরিজ।

Follow Us

চিনের সংস্থা Oppo আজ অর্থাৎ ২৩ মে চিনে লঞ্চ করতে চলেছে Oppo Reno 8 Series। অনুমান, এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হতেও বেশি সময় লাগবে না। কারণ Bureau of Indian Standards (BIS)-এর ওয়েবসাইটে Oppo Reno 8 Series-এর ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে Oppo Reno 8 Series বেশ তাড়াতাড়িই ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে Oppo Reno 8 Series-এর Oppo Reno 8 Pro ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদিও এই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে Oppo সংস্থা কিছু জানায়নি। এমনকি Oppo Reno 8 Pro এই ফোন দেশে কবে লঞ্চ হতে পারে তারও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। কিন্তু Tipster মুকুল শর্মা জানিয়েছেন যে BIS-এর ওয়েবসাইটে Oppo Reno 8 Series-এর ফোনের নাম দেখা গিয়েছে।

Bureau of Indian Standards (BIS)-এর ওয়েবসাইটে একটি ফোনের মডেল নম্বর দেখা গিয়েছে CPH2357। অনুমান করা হচ্ছে এটি Oppo Reno 8 Pro ফোনের মডেল নম্বর। তবে এই মডেল নম্বরটুকু ছাড়া Oppo Reno 8 Series-এর ফোনের সম্পর্কে আর কোনও তথ্যই প্রকাশ করা হয়নি (BIS)-এর সাইটে। অন্যদিকে শোনা গিয়েছে, চিনে যে Oppo Reno 8 Series লঞ্চ হতে চলেছে সেখানে মোট তিনটি ফোন লঞ্চ হতে চলেছে। সেগুলি হল- Oppo Reno 8, Oppo Reno 8 Pro এবং Oppo Reno 8 Pro Plus 5G।

Oppo Reno 8 Series-এর সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো দেখে নিন একনজরে

শোনা যাচ্ছে, Oppo Reno 8 Series-এর বেস বা ভ্যানিলা মডেল অর্থাৎ Oppo Reno 8 ফোনে থাকতে পারে একটি ৬.৫৫ ইঞ্চির Full HD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। অনুমান, এই ডিসপ্লে একটি OLED প্যানেল হতে পারে। এই অর্থ হল ভাল ভাবে কালার বা রঙ বোঝা যাবে এই ফোনের ডিসপ্লেতে। এছাড়াও Oppo Reno 8 Series-এর বেস মডেলে একটি in-display fingerprint sensor থাকতে পারে। এর পাশাপাশি Oppo Reno 8 ফোনে একটি MediaTek Dimensity ১৩০০ প্রসেসর এবং একটি 50 MP প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি Triple Rear Camera Setup থাকতে পারে।

অন্যদিকে Oppo Reno 8 Pro ফোনে থাকতে পারে একটি Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর থাকতে পারে। এই প্রসেসর সম্প্রতিই চিনে লঞ্চ করেছে Qualcomm সংস্থা। এছাড়াও অনুমান করা হচ্ছে যে এই ফোনে একটি OLED ডিসপ্লে থাকতে পারে। এর সঙ্গে থাকতে পারে একটি Fast Charging Battery। ভাল গুণমানের Camera Feature-ও থাকতে পারে Oppo Reno 8 Pro ফোনে। এছাড়াও Oppo Reno 8 Pro+ ফোনে থাকতে পারে একটি MediaTek Dimensity 8100 MAX প্রসেসর। এই ফোন Oppo Reno 8 Series-এর প্রিমিয়াম মডেল। টপ-এন্ডের এই ফোনে বিভিন্ন প্রিমিয়াম স্পেসিফিকেশনও থাকার সম্ভাবনা রয়েছে। যেমন- এই ফোনে থাকতে পারে 50 MP Triple Raer Camera Primary Sensor। এছাড়াও থাকতে পারে 80W fast charging battery।

Next Article