iPhone 15 সিরিজ ভারতে আসার পর থেকেই এই ফোনের ক্রেজ তুঙ্গে। বিক্রির প্রথম দিনেই বহু মানুষ ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়েছিল, যাতে তারা প্রথম দিনই নতুন আইফোন কিনতে পারে। তবে iPhone 15 কেনার জন্য আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না। আলু, বেগুন, পটল, মাছ, মাংসের সঙ্গে আপনি একই সময় আইফোন 15 কিনে নিতে পারবেন। এমনকি আপনি চাইলে ফোনটি আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এবার আপনার মনে হতেই পারে, এ আবার নতুন কী কথা। অ্যামাজন-ফ্লিপকার্টে অর্ডার দিলেই তো বাড়ি এসে দিয়ে যাবে, তাও আবার দুই থেকে দশ দিনের মধ্যে। কিন্তু না, আপনি 10 মিনিটে পেয়ে যাবেন এই নতুন iPhone 15। এই সুবিধা নিয়ে এসেছে ব্লিঙ্কিট (Blinkit)। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
এই সুবিধে কাদের জন্য?
কোথাকার মানুষ কিনতে পারবেন? দিল্লি এনসিআর, বেঙ্গালুরু, মুম্বাই এবং পুনের মানুষরাই Blinkit-এ অর্ডার করতে পারবেন। ফোনটিটি ন্যূনতম 10 মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। এর জন্য, অ্যাপেলের প্রিমিয়াম রিসেলার ইউনিকর্ন-এর সঙ্গে হাত মিলিয়েছে। অর্থাৎ আপনি যদি বিরাট একটি লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে না চান, তাহলে এখানে অর্ডার করে দিতে পারেন। তবে যদি মনে করেন, লম্ব লাইনে দাঁড়িয়ে ঘণ্টাখানেক স্টোর ঘুরে iPhone 15 কিনে বাড়ি আসবেন, তাহলে 10 মিনিটের এই সুবিধা আপনার পছন্দ নাও হতে পারে।
কোনও অফার পাওয়া যাবে?
ব্লিঙ্কিট এক্স-এ (আগে যেটি টুইটার ছিল) একটি পোস্ট করেছে, সেখানে অ্যাপল প্রিমিয়াম রিসেলার ইউনিকর্নের সাথে অংশীদারিত্ব করার কথাটি জানিয়েছে। আর সেখানে এও জানিয়েছে যে, ইতিমধ্যে 4টি ডিভাইস ডেলিভারি করা হয়েছে। iPhone 15 এবং iPhone 15 Plus একাধিক রঙ এবং স্টোরেজে পেয়ে যাবেন ব্লিঙ্কিট প্ল্যাটফর্মে। এছাড়াও, লঞ্চের পর পর যে সমস্ত অফারগুলি অ্যাপেল দিয়েছিল। সেই সব অফারগুলিও এখানে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে নো-কস্ট ইএমআই, কম খরচের ইএমআই এবং HDFC কার্ডে 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
অ্যাপলের নতুন আইফোন সিরিজের মধ্যে রয়েছে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। আপনি গোলাপী, হলুদ, সবুজ, নীল এবং কালো 5 রঙে কিনতে পারবেন। iPhone 15 এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,900 টাকা। যেখানে iPhone 15 Plus 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 89,900 টাকা। iPhone 15 Pro-এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,34,900 টাকা এবং iPhone 15 Pro Max-এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,59,900 টাকা। সব শেষে দুঃখের খবর, কলকাতায় এখনই এই সুবিধা চালু হয়নি। তবে কলকাতাবাসীদের জন্য রইল বিখ্যাত একটি গানের লাইন, “কখন তোমার আসবে টেলিফোন…”