Satellite Phone: ‘পাঠান’ ছবিতে দেখেছিলেন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, কী এই স্যাটেলাইট ফোন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 16, 2023 | 1:44 PM

'Pathaan' দেখার পর অনেকেরই মনে প্রশ্ন এসেছে, এই Satellite Phone কী? কেন ব্যবহার করা হয় ফোনগুলি, কারাই বা ব্যবহার করতে পারেন? স্যাটেলাইট ফোন সম্পর্কিত এত প্রশ্নের উত্তর যদি আপনি এখনও পর্যন্ত জানতে না পারেন, তাহলে সেগুলি জেনে নিন।

Satellite Phone: পাঠান ছবিতে দেখেছিলেন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, কী এই স্যাটেলাইট ফোন?
স্যাটেলাইট ফোন সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নিন।

Follow Us

Satellite Phone Details: শাহরুখ খানের ‘পাঠান’ (Pathaan) ছবিটি আপনি নিশ্চয়ই দেখে ফেলেছেন? আর সেই ছবি যদি দেখে থাকেন, তাহলে একটা অন্যরকমের ফোনও খেয়াল করেছেন নিশ্চয়? ছবির এক্কেবারে শুরুতেই একটা ফোন দেখানো হয়েছিল। সেটি হল একটি Satellite Phone। ‘পাঠান’ দেখার পর অনেকেরই মনে প্রশ্ন এসেছে, এই Satellite Phone কী? কেন ব্যবহার করা হয় ফোনগুলি, কারাই বা ব্যবহার করতে পারেন? স্যাটেলাইট ফোন সম্পর্কিত এত প্রশ্নের উত্তর যদি আপনি এখনও পর্যন্ত জানতে না পারেন, তাহলে সেগুলি জেনে নিন।

Satellite Phone কী?

স্যাটেলাইট ফোন হল এমনই এক ধরনের ফোন, যেগুলি ব্যবহার করতে কোনও সিম লাগে না, মোবাইল নেটওয়ার্কের সাহায্য ছাড়াই এগুলি কাজ করে। এখন খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসবে যে, মোবাইল নেটওয়ার্ক ছাড়া কীভাবে কাজ করে ফোনগুলি? এই ধরনের ফোনগুলি সরাসরি স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট করে কাজ করে। স্যাটেলাইট থেকেই এগুলি সংকেত গ্রহণ করে। সেই স্যাটেলাইট ব্যবহার করে ল্যান্ডলাইন, সেলুলার এবং অন্যান্য Satellite Phone-এর সঙ্গে কানেক্ট করে।

Satellite Phone কখন ব্যবহৃত হয়?

অত্যন্ত জরুরি ক্ষেত্রে ব্যবহৃত হয় Satellite Phone। তার কারণ এগুলি মোবাইল নেটওয়ার্ক সাপোর্ট করে না। তাই, মোবাইল নেটওয়ার্ক নেই, এমন সব জায়গায় ব্যাপক ভাবে কার্যকর হতে পারে স্যাটেলাইট ফোনগুলি। যে কোনও প্রাকৃতিক দুর্যোগের সময় স্যাটেলাইট ফোন ব্যবহৃত হয়। পাশাপাশি এমন কোনও জায়গায় যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানেও ব্যবহার করা হয় Satellite Phone।

Satellite Phone কীভাবে কাজ করে?

পৃথিবীর কক্ষপথে সর্বদা প্রদক্ষিণ করে চলেছে একটি স্যাটেলাইট বা উপগ্রহ। এখন Satellite Phoneগুলির সিগন্যাল প্রথমে ওই উপগ্রহে যায়। তারপর তার সংকেত আসে রিসিভারে। সেটা ব্যবহার করেই স্যাটেলাইট ফোনগুলি থেকে কথা বলা সম্ভব হয়।

Satellite Phone কারা ব্যবহার করতে পারেন?

সাধারণ মানুষ স্যাটেলাইট ফোন ব্যবহার করতে পারেন না। মূলত, নিরাপত্তাজনিত কারণেই সাধারণের জন্য Satellite Phone উপলব্ধ হয় না। এখন একান্তই যদি কেউ স্যাটেলাইট ফোন ব্যবহার করতে চান, তাহলে তার জন্য তাঁকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। এই মুহূর্তে দেশে কেবলই সরকারি টেলিকম সংস্থা BSNL-এর স্যাটেলাইট ফোন রয়েছে। BSNL-এর স্যাটেলাইট ফোনগুলি ব্যবহার করে পুলিশ, রেলওয়ে, সেনাবাহিনীর মতো সরকারি সংস্থাগুলি।

Satellite Phone-এর দাম কত হয়?

সাধারণত স্যাটেলাইট ফোনের দাম 1500 থেকে 2000 মার্কিন ডলারের মধ্যেই হয়। তবে ভারতে স্যাটেলাইট ফোনের দাম শুরু হয় 1.25 লাখ টাকা থেকে। Satellite Phone-এর কলরেটও সাধারণ ফোনের থেকে অনেকটাই বেশি।

মনে রাখবেন: অনেকেই আছেন যাঁরা iPhone 14 সিরিজ়ের ফোন কিনেছেন। তাঁদের ফোনে একটি Satellite Feature দেওয়া হয়েছে। এই ফিচারও অনেকটাই স্যাটেলাইট ফোনের মতোই। যাঁদের কাছে iPhone 14 রয়েছে, তাঁরা বিপদের সময় মোবাইল নেটওয়ার্ক না পেলে এই স্যাটেলাইট ফিচারের মাধ্যমে জরুরি পরিষেবায় কল করতে পারেন।

Next Article