Poco C51 vs Redmi 12C: দামে উনিশ বিশ ফারাক, 9000 টাকা বাজেটে Poco C51 ও Redmi 12C-এর মধ্যে সেরা কে?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 09, 2023 | 4:12 PM

Poco C51 Price: POCO C51-এর দাম 8,499 টাকা। আর অন্যদিকে Redmi 12C-এর দাম 8,999 টাকা। তাহলে কোনটি কেনা আপনার জন্য বেশি লাভজনক হবে?

Poco C51 vs Redmi 12C: দামে উনিশ বিশ ফারাক, 9000 টাকা বাজেটে Poco C51 ও Redmi 12C-এর মধ্যে সেরা কে?

Follow Us

Redmi 12C Price: POCO সম্প্রতি তাদের নতুন ফোন POCO C51 লঞ্চ করেছে। যা সস্তার স্মার্টফোন হিসেবে বাজারে এসেছে। এটি মিডিয়াটেক হেলিও জি 36 প্রসেসর সহ কোম্পানির সি-সিরিজের নতুন ফোন। তবে এই ফোনটি বাজারের অন্য একটি ফোনকে অনায়াসে টেক্কা দিতে পারে। সেটি হল Redmi 12C। তাহলে এবার যে প্রশ্নটা আসে তা হল ফোন দু’টি কে কার থেকে বেশি এগিয়ে? এদিকে দু’টি ফোনই 9,000 টাকার মধ্যে। তাহলে কোনটি কেনা আপনার জন্য বেশি লাভজনক হবে?

স্পেসিফিকেশনের দিক থেকে কে এগিয়ে?

POCO C51-এ একটি 6.52-ইঞ্চি HD Plus ডিসপ্লে রয়েছে। এছাড়াও এতে মিডিয়াটেক হেলিও জি36 প্রসেসর রয়েছে, যার ক্লক স্পিড 2.2GHz। ফোনটিতে 3 জিবি ভার্চুয়াল র‌্যাম এবং 4 জিবি র‌্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ রয়েছে। কম দাম হওয়া সত্ত্বেও এতে Android 13-এর Go ভার্সন ব্যবহার করা হয়েছে।

আর অন্যদিকে Redmi 12C একটি 6.71-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। যার উজ্জ্বলতা 500 নিট। এতে Android 12 ভিত্তিক MIUI 13 দেওয়া হয়েছে। ফোনটিতে MediaTek Helio G85 প্রসেসর রয়েছে। এছাড়াও, এতে 6 GB RAM ও 5 GB ভার্চুয়াল RAM এবং 128 GB স্টোরেজ পেয়ে যাবেন।

একই দামে কার ক্যামেরা বেশি ভাল?

POCO C51-এ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে প্রাইমারি লেন্স 8 মেগাপিক্সেল। অন্য লেন্সটি ভিজিএ। সামনে একটি 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আপনি 1080p এবং 30fps ভিডিয়ো রেকর্ড করতে পারেন।

আর Redmi-এর ফোনে একটি 50-মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর পিছনের প্যানেলে একটি VGA ক্যামেরাও রয়েছে। ক্যামেরা দিয়ে, আপনি 1080p এবং 30fps ভিডিয়ো রেকর্ড করতে পারেন।

Poco C51 বনাম Redmi 12C: ব্যাটারি ও কানেকশন

POCO C51-এ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। ব্যাটারিটি 10W চার্জিং সোপোর্ট করে। কানেকশনের জন্য, ফোনটিতে হেডফোন জ্যাক, 4G, ব্লুটুথ এবং চার্জিং পোর্ট রয়েছে। ফোনের পিছনের প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Redmi 12C তে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP52 রেটিংও পেয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS।

দামেও কি সামান্য পার্থক্য আছে?

POCO C51-এর 4 GB RAM এবং 64 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 8,499 টাকা। আর অন্যদিকে Redmi 12C-এর 4 GB RAM ও 64 GB স্টোরেজ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 8,999 টাকা। আর 6 GB RAM ও 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা।

Next Article