12 হাজার টাকার POCO C55 এখন মাত্র 550 টাকায়, আকর্ষণীয় অফার নিয়ে হাজির Flipkart

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 28, 2023 | 8:01 PM

POCO C55 ফোনের 64GB RAM + 4GB স্টোরেজ মডেলের উপরে ছাড় পাবেন আপনি। এমনিতে এই ফোনের দাম 11,999 টাকা। প্রাথমিক ভাবে ফ্লিপকার্ট আপনাকে এই ফোনের উপরে 35% ছাড় দিচ্ছে। তার ফলে পোকো হ্যান্ডসেটটি আপনি অর্ডার করতে পারেন মাত্র 7,749 টাকায়।

12 হাজার টাকার POCO C55 এখন মাত্র 550 টাকায়, আকর্ষণীয় অফার নিয়ে হাজির Flipkart
ব্যাপক ছাড়ে পোকো-র মোবাইল।

Follow Us

POCO-র স্মার্টফোন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রথমত, এই ব্র্যান্ডের ফোনগুলি কম দামের মধ্যেই দুরন্ত কিছু ফিচার ও স্পেসিফিকেশন অফার করে। দ্বিতীয়ত, POCO-র ফোনগুলি দীর্ঘ সময়ের জন্য টেকসইও হয়। এখন আপনি যদি একটি নতুন ফোন কেনার চিন্তাভাবনা করেন, তাহলে চমৎকার একটি অফার রয়েছে আপনার জন্য। POCO C55 আপনার জন্য এই মুহূর্তে খুব ভাল একটা বিকল্প হতে পারে। এমনিতেই ফোনটি বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন। তার উপরে আবার তাতে Flipkart-এর অসামান্য অফার রয়েছে। কত টাকার ছাড় পাবেন, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

POCO C55: কত টাকা ছাড় পাবেন

POCO C55 ফোনের 64GB RAM + 4GB স্টোরেজ মডেলের উপরে ছাড় পাবেন আপনি। এমনিতে এই ফোনের দাম 11,999 টাকা। প্রাথমিক ভাবে ফ্লিপকার্ট আপনাকে এই ফোনের উপরে 35% ছাড় দিচ্ছে। তার ফলে পোকো হ্যান্ডসেটটি আপনি অর্ডার করতে পারেন মাত্র 7,749 টাকায়। এর পরে আপনার জন্য থাকছে একাধিক ব্যাঙ্কের অফার। আপনার কাছে যদি IndusInd Bank-এর ব্যাঙ্কের ক্রেডিট থাকে এবং সেই কার্ড দিয়ে আপনি যদি ফোনটি ক্রয় করেন, তাহলে EMI অফারে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার উপরে আবার যদি ICICI ব্যাঙ্কের কার্ড থেকে যদি আপনি পেমেন্ট করেন, তাহলে পেয়ে যাবেন আরও অতিরিক্ত 500 টাকার ছাড়।

অফারের এখানেই শেষ নয়। এরপরে আপনার জন্য রয়েছে সবথেকে বড় ডিসকাউন্টটি। আপনার পুরনো ফোনটি যদি Flipkart-এর কাছে দিয়ে দেন এবং নিজেকে POCO C55 ফোনে আপগ্রেড করিয়ে নেন, তাহলে আরও অতিরিক্ত 7,200 টাকা ছাড় পেয়ে যাবেন। তাহলে আপনিই একবার হিসেব করে বলুন, কত টাকা ডিসকাউন্টে আপনি এই POCO C55 হ্যান্ডসেটটি ক্রয় করতে পারবেন। তবে অফারটি পেতে আপনার ফোনের কন্ডিশনা অত্যন্ত ভাল হতে হবে। তাছাড়া কোন ফোন বদলাচ্ছেন, তার উপরেও নির্ভর করছে এই ছাড়ের পরিমাণ।

POCO C55: ফিচার ও স্পেসিফিকেশন

চমৎকার কিছু ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে এই ফোনে। রয়েছে 6.71 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনের পিছনে রিয়ার ক্যামেরা সেটআপে দেওয়া হয়েছে একটি 50MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি 5000mAh ব্যাটারির সাহায্যে। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে Mediatek Helio G85 প্রসেসর।

Next Article