50MP ক্যামেরার Poco C55 লঞ্চ হল ভারতে, দাম মাত্র 9,499 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 22, 2023 | 8:02 AM

Poco C55 ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে বেস মডেল 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 9,499 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা।

50MP ক্যামেরার Poco C55 লঞ্চ হল ভারতে, দাম মাত্র 9,499 টাকা
এসে গেল বেদার ব্যাকের Poco C55।

Follow Us

POCO ভারতে আর একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল। সংস্থার সেই লেটেস্ট ফোনের নাম Poco C55। এন্ট্রি লেভেলের এই ফোনে লেদারের মতো স্টিচ ডিজ়াইন দেওয়া হয়েছে। রয়েছে 50MP ডুয়াল ক্যামেরা। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হচ্ছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাহায্যে। এছাড়াও রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি। Poco C55 ফোনের দাম শুরু হচ্ছে 9,499 টাকা থেকে। একনজরে ফোনটির দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Poco C55: ভারতে দাম উপলব্ধতা

Poco C55 ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে বেস মডেল 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 9,499 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা।

28 ফেব্রুয়ারি থেকে এই ফোনের সেল শুরু হবে। ফোনটির বেস মডেলের সঙ্গে 500 টাকার ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এছাড়া ওই একই মডেলটির উপরে SBI, HDFC এবং ICICI ব্যাঙ্কের গ্রাহকরা পেয়ে যাবেন 500 টাকা ক্যাশব্যাক। 6GB/128GB ভ্যারিয়েন্টের জন্য থাকছে 1,000 টাকা ছাড়। কেবল মাত্র Flipkart থেকেই এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Poco C55: স্পেসিফিকেশন, ফিচার

Poco C55 ফোনে রয়েছে 6.71 ইঞ্চির একটি 720p LCD ডিসপ্লে, যাতে একটি ওয়াটারড্রপ স্টাইল নচ দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে এই POCO স্মার্টফোন চালিত হচ্ছে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ডুয়াল SIM সাপোর্টেড এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক MIUI 13 কাস্টম স্কিন। এছাড়াও রয়েছে 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ এবং একটি 5,000mAh ব্যাটারি, যা 10W মাইক্রো-USB চার্জিং সাপোর্ট করছে।

লেদারের মতো স্টিচ ডিজ়াইন দেওয়া হয়েছে ফোনটিতে এবং এটি IP52 স্প্ল্যাশ রেজ়িস্ট্যান্ট। সবুজ, নীল এবং কালো এই তিনটি রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। বায়োমেট্রিক্সের জন্য এই ফোনে রয়েছে একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Next Article