Poco আনছে পকেট ফ্রেন্ডলি ফোন, ₹10,000-এর মধ্যেই পাবেন 50MP ক্যামেরা

Poco C65 Budget Smartphone: কোম্পানি ভারতে 10,000 টাকার কম দামে Poco C65 লঞ্চ করতে পারে। তবে সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। বিশ্বব্যাপী, এই ফোনটি 3টি রঙে পাওয়া যায়। সেই রঙের তালিকায় রয়েছে রয়েছে কালো, বেগুনি এবং সবুজ।

Poco আনছে পকেট ফ্রেন্ডলি ফোন, ₹10,000-এর মধ্যেই পাবেন 50MP ক্যামেরা

| Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 12, 2023 | 1:48 PM

চিনা স্মার্টফোন ব্র্যান্ড Poco শীঘ্রই বাজেট সেগমেন্টে ভারতে একটি সস্তা ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি একটি এক্স-পোস্টে জানিয়েছে, Poco C65 ফোনটি 15 ডিসেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে। স্মার্টফোনটিতে আপনি 90Hz রিফ্রেশ রেট, দুর্দান্ত ডিজাইন এবং ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। কোম্পানি ইতিমধ্যেই এই ফোনের বিশ্বব্যাপী দাম শেয়ার করেছে এবং এটি 6/128GB-এর জন্য $109 (প্রায় 9,085 টাকা) এবং 8/256GB-এর দাম $129 (প্রায় 10,700 টাকা)।

ভারতে এই ফোনের দাম কত হতে পারে?

কোম্পানি ভারতে 10,000 টাকার কম দামে Poco C65 লঞ্চ করতে পারে। তবে সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। বিশ্বব্যাপী, এই ফোনটি 3টি রঙে পাওয়া যায়। সেই রঙের তালিকায় রয়েছে রয়েছে কালো, বেগুনি এবং সবুজ।


ফোনের ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন:

এই ফোনটি বিশ্বব্যাপী লঞ্চ করা হয়েছে। Poco C65 এ আপনি HD রেজোলিউশন সহ একটি 6.74 ইঞ্চি ডট ড্রপ ডিসপ্লে পাবেন, 90hz এর রিফ্রেশ রেট এবং 450 nits এর সর্বোচ্চ ব্রাইটনেশ পাবেন। এতে আপনি গরিলা গ্লাসের সুরক্ষাও পাবেন। ফটোগ্রাফির ক্ষেত্রে, আপনি ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন যাতে থাকবে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। কোম্পানি সামনে 8MP ক্যামেরা থাকতে পারে।

Poco C65-এ MediaTek Helio G85 প্রসেসর থাকবে। তবে এটি একটি 4G ফোন যাতে আপনি 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাবেন। মোবাইল ফোনটিতে একটি 5000 mAh ব্যাটারি থাকবে এবং এটি 18 ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

আজ লঞ্চ হবে এই ফোন…

IQOO 12 5G স্মার্টফোন ভারতে আজ বিকেল 5 টায় লঞ্চ হবে। এতে পাওয়া যাবে কোয়ালকমের লেটেস্ট চিপসেট। স্মার্টফোনটিতে 120 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি থাকবে। ফটোগ্রাফির ক্ষেত্রে, ফোনটিতে 50+50+64MP এর তিনটি ক্যামেরা থাকবে। এছাড়াও এতে আরও অনেক দুর্দান্ত সব ফিচার রয়েছে। তবে ফোনটির সম্পর্কে আরও কিছু জানতে আপনাকে আজ অর্থাৎ 12 ডিসেম্বর বিকেল পাঁচটা অবধি অপেক্ষা করতে হবে।