POCO ভারতে একটি সস্তার স্মার্টফোন লঞ্চ করল। নতুন ফোনের নাম POCO C65। একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স এই ফোনে রয়েছে। আকর্ষণীয় বিষয়টি হল, POCO C65 স্মার্টফোনের দাম খুবই কম। 10,000 টাকারও কম দামে ফোনটি লঞ্চ করা হয়েছে। পারফরম্যান্সের জন্য রয়েছে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। নচ-ফ্রি ওয়াটার ড্রপ ডিজ়াইন পেয়েছে ফোনের ডিসপ্লে। POCO C65 ফোনে খুব সুন্দর এবং বেশ বড় একটি 6.74 ইঞ্চির HD+, 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে।
POCO C65: দাম, অফার ও অন্যান্য তথ্য
POCO C65 ফোনটি বিক্রি করা হবে কেবলই ফ্লিপকার্ট থেকে। 18 ডিসেম্বর, দুপুর 12টার পরে এই ফোনের বিক্রিবাট্টা শুরু হবে। প্যাস্টেল ব্লু ও ম্যাট ব্ল্যাক এই দুই কালার অপশনে পাওয়া যাবে ফোনটি।
* ফোনের 4GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 8,499 টাকা।
* 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,499 টাকা।
* সর্বশেষ এবং হাই-এন্ড 8GB RAM ও 256GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা।
বিক্রিবাট্টা শুরু হওয়ার পরক্ষণেই থাকছে অফার। তিনটি মডেলই প্রাথমিক অফারে যথাক্রমে 7,499 টাকা, 8,499 টাকা এবং 9,999 টাকায় পাওয়া যাবে। আবার যাঁদের কাছে ICICI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড থাকবে, তাঁরা 1,000 টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। এছাড়াও আপনার পুরনো ফোন বদলে এই POCO C65-এ আপগ্রেড করলে পেয়ে যাবেন আরও ছাড়।
POCO C65: ফিচার ও স্পেসিফিকেশন
6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট 180Hz। স্মুধ স্ক্রলিং ও কুইক টাচ রেসপন্স দিতে পারে এই ডিসপ্লেটি। পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এই লেটেস্ট পোকো ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর।
POCO C65 ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50MP AI সেন্সর। ক্লোজ়-আপ শটসের জন্য থাকছে 2MP ম্যাক্রো ক্যাম। ওয়াইড অ্যাপার্চার, LED ফ্ল্যাশের মতো বৈশিষ্ট্য রয়েছে, যা পরিষ্কার ও স্বচ্ছ ছবি তুলতে পারে। একাধিক ফিল্টার, নাইট মোড, AI পোর্ট্রেইট মোডের মতো একাধিক বৈশিষ্ট্য।
অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দুটি ন্যানো সিম কার্ড সাপোর্ট করে ফোনটি। আবার মাইক্রো এসডি কার্ডের জন্য থাকছে একটি আলাদা স্লট। এই স্লট থেকে এসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যেতে পারে।