পোকো এম৩ ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে।। এই একই মডেলের ফোন চলতি বছরের শুরুর দিকে ৬ জিবি র্যাম সমেত লঞ্চ হয়েছিল দেশে। পোকো এম৩ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ওয়াটার ড্রপ স্টাইলে ডিসপ্লে নচ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৬৬২ প্রসেসর এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। গ্লোবাল মার্কেটে গত বছরই ৪ এবং ৬ জিবি র্যাম- সহ লঞ্চ হয়েছিল পোক এম৩ ফোন।
ভারতে পোকো এম৩ ৪ জিবি ভ্যারিয়েন্টের দাম
এই ফোনের দাম ১০,৪৯৯ টাকা। ৪ জিবি র্যামের সঙ্গে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে এই মডেলে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা সম্ভব। কুল ব্লু বা নীল, পাওয়ার ব্ল্যাক বা কালো এবং ইয়েলো বা হলুদ, এই তিনটি রঙে পাওয়া যাবে ফোন। এর পাশাপাশি ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের পোকো এম৩ ফোনের দু’টি মডেলও বিক্রি হচ্ছে ভারতে। এই দুই ফোনের দাম যথাক্রমে ১১,৪৯৯ এবং ১২,৪৯৯ টাকা। গ্লোবাল মার্কেটে পোকো এম৩ ফোনে ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ১৪৯ ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১১,১০০ টাকার আশপাশে। তবে এর তুলনায় পোকো এম৩ ৪ জিবি র্যাম- এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম কিছুটা কম।
পোকো এম৩ ৪ জিবি ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্য
আরও পড়ুন- ভারতে লঞ্চ করার আগেই ফাঁস হল Samsung Galaxy A22 5G -র দাম!