Poco M3: ৪ জিবি র‍্যাম- সহ ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 20, 2021 | 6:52 AM

এই ফোনের দাম ১০,৪৯৯ টাকা। ৪ জিবি র‍্যামের সঙ্গে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে এই মডেলে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা সম্ভব।

Poco M3: ৪ জিবি র‍্যাম- সহ ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার
এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।

Follow Us

পোকো এম৩ ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে।। এই একই মডেলের ফোন চলতি বছরের শুরুর দিকে ৬ জিবি র‍্যাম সমেত লঞ্চ হয়েছিল দেশে। পোকো এম৩ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ওয়াটার ড্রপ স্টাইলে ডিসপ্লে নচ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৬৬২ প্রসেসর এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। গ্লোবাল মার্কেটে গত বছরই ৪ এবং ৬ জিবি র‍্যাম- সহ লঞ্চ হয়েছিল পোক এম৩ ফোন।

ভারতে পোকো এম৩ ৪ জিবি ভ্যারিয়েন্টের দাম

এই ফোনের দাম ১০,৪৯৯ টাকা। ৪ জিবি র‍্যামের সঙ্গে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে এই মডেলে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা সম্ভব। কুল ব্লু বা নীল, পাওয়ার ব্ল্যাক বা কালো এবং ইয়েলো বা হলুদ, এই তিনটি রঙে পাওয়া যাবে ফোন। এর পাশাপাশি ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের পোকো এম৩ ফোনের দু’টি মডেলও বিক্রি হচ্ছে ভারতে। এই দুই ফোনের দাম যথাক্রমে ১১,৪৯৯ এবং ১২,৪৯৯ টাকা। গ্লোবাল মার্কেটে পোকো এম৩ ফোনে ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ১৪৯ ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১১,১০০ টাকার আশপাশে। তবে এর তুলনায় পোকো এম৩ ৪ জিবি র‍্যাম- এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম কিছুটা কম।

পোকো এম৩ ৪ জিবি ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্য

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১০ এবং MIUI 12।
  • এই ফোনে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
  • এই ফোনের রয়েছে ৪ জিবি LPDDR4x র‍্যাম।
  • ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে।
  • এছাড়াও এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
  • এই ফোনের স্টোরেজ ৬৪ জিবি। কিন্তু মাইক্রো এসডি কার্ডের সাহায্যে UPFS 2.2 এই স্টোরেক ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৪জি VoLTE, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস।এ-জিপিএস, Infrared (IR) blaster, টাইপ সি ইউএসবি এবং একটি ৩.৫ মিলিমিটারের জ্যাক।
  • সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে।
  • এই ফোনের ব্যাটারি ৬০০০mAh।

আরও পড়ুন- ভারতে লঞ্চ করার আগেই ফাঁস হল Samsung Galaxy A22 5G -র দাম!

Next Article