
২০০০ টাকারও কমে পাওয়া যাচ্ছে পোকো এম৪ প্রো ৫জি (Poco M4 Pro 5G) ফোন। একগুচ্ছ অফার রয়েছে এই ফোনে। ফ্ল্যাট ডিসকাউন্ট (Poco M4 Pro 5G Price Cut), ইনস্ট্যান্ট অফার, এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার— বাদ নেই কিছুই। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) ওয়েবসাইট থেকে ১৯৯৯ টাকায় কেনা যাবে পোকো এম৪ প্রো ৫জি ফোন। ভারতে তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে এই ফোন। লঞ্চের সময় পোকো এম৪ প্রো ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪,৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৮,৯৯৯ টাকা। এই ফোনের বেস মডেলের দামই কমেছে।
পোকো এম৪ প্রো ৫জি ফোনে ফ্লিপকার্টের এক্সচেঞ্জ অফার
এক্ষেত্রে প্রায় ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। তার জেরে ফোনের দাম হতে পারে ১৯৯৯ টাকা। তবে ক্রেতার এলাকায় এই অফার প্রযোজ্য আছে কিনা তা বোঝার জন্য ফ্লিপকার্টে পিনকোড দিয়ে তা দেখে নিতে পারবেন। এছাড়াও যে ফোন এক্সচেঞ্জ করা হবে সেটি কেমন অবস্থায় আছে তার উপরেও ছাড়ের পরিমাণ নির্ভর করবে।
পোকো এম৪ প্রো ৫জি ফোনে ব্যাঙ্ক অফার
১। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ক্রেডিট ও ডেবিট কার্ড ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় রয়েছে।
২। ফ্লিপকার্ট অ্যাক্সিন ব্যাঙ্কের কার্ডে ৫ শতাংশ ছাড় রয়েছে।
৩। অ্যাক্সিড ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা।
গত ১৬ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হয়েছিল পোকো এম৪ প্রো ৫জি ফোন। এই ফোন পোকো এম৩ প্রো ৫জি ফোনের সাকসেসর মডেল। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ভারতে লঞ্চ হয়েছিল পোকো এম৩ প্রো ৫জি ফোন। নতুন ফোন পোকো এম৪ প্রো ৫জি মডেলে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৮১০ প্রসেসর। এই ফোনে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও। এছাড়াও পোকোর এই নতুন ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ জিবি পর্যন্ত র্যাম রয়েছে। এর পাশাপাশি পোকো এম৪ প্রো ৫জি ফোনে রয়েছে টার্বো র্যাম ফিচার। এর সাহায্যে ফোনের ফোনের বিল্ট-ইন র্যামের পরিমাণকে ভার্চুয়ালি বাড়ানো সম্ভব। আর তার জন্য ব্যবহার হয় ফোনের অনবোর্ড স্টোরেজ। কুল ব্লু, পোকো ইয়েলো এবং পাওয়ার ব্ল্যাক, এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকোর নতুন ৫জি ফোন।
আরও পড়ুন- Smartphone Explode: ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? এই ৫টি ভুল একদম করবেন না