Poco M4 Pro: ভারতে পোকো এম৪ প্রো ফোনের বিক্রি শুরু হয়েছে, দেখে নিন দাম ও অফার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 07, 2022 | 4:16 PM

Poco M4 Pro: ৭ মার্চ দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে কেনা যাচ্ছে এই ফোন (Poco M4 Pro 4G Phone)। ক্রেতাদের কাছে এইচডিএফসি (HDFC Bank Card) ব্যাঙ্কের কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় পাবেন।

Poco M4 Pro: ভারতে পোকো এম৪ প্রো ফোনের বিক্রি শুরু হয়েছে, দেখে নিন দাম ও অফার
ভারতে প্রথমবারের জন্য বিক্রি শুরু হয়েছে পোকো এম৪ প্রো ফোনের।

Follow Us

ভারতে পোকো এম৪ প্রো (Poco M4 Pro) ফোনের বিক্রি শুরু হয়েছে ৭ মার্চ সোমবার থেকে। গত ২৮ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২- এ (MWC 2022) গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হয়েছিল এই ফোন। পোকো (Poco) সংস্থার এই নতুন ৪জি ফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই স্মার্টফোনে রয়েছে একটি মিডিয়াটেক জি৯৬ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম, তিনটি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৪ প্রো ৪জি ফোন। এর মধ্যে সর্বোচ্চ ভ্যারিয়েন্ট ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত।

ভারতে পোকো এম৪ প্রো ফোনের দাম এবং বিভিন্ন অফার

পোকো এম৪ প্রো ৪জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৪৯৯ টাকা। আর সর্বোচ্চ কনফিগারেশন অর্থাৎ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। কুল ব্লু, পোকো ইয়েলো এবং পাওয়ার ব্ল্যাক, এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৪ প্রো ফোন। ৭ মার্চ দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাচ্ছে এই ফোন। ক্রেতাদের কাছে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় পাবেন।

পোকো এম৪ প্রো ফোনের স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন অ্যানড্রয়েড ১১ এবং MIUI 13- এর সাহায্যে পরিচালিত হবে।
  • এই ফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • পোকো এম৪ প্রো ৪জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর রয়েছে তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম যুক্ত রয়েছে।
  • ফোন একটানা অনেকক্ষণ ব্যবহার করার পরেও যেন গরম হয়ে না যায়, তার জন্য এই ফোনে পোকো সংস্থার লিকুইড কুল টেকনোলজি ১.০ ফিচারের সাপোর্ট রয়েছে।
  • এছাড়াও এই ফোনে রয়েছে ডায়নামিক র‍্যাম এক্সপ্যানশন ফিচার। যার সাহায্যে ফোনের ফ্রি স্টোরেজ ব্যবহার করে র‍্যামের পরিমাণ ১১ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • পোকো এম৪ প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর (১১৮ ডিগ্রি ফিল্ড অফ ভিউ), একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর। আর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনে ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে পোকো এম৪ প্রো ফোনে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই 802.11 a/b/g/n, ব্লুটুথ ভি৫, একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং একটি IR Blaster। ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এছাড়াও রয়েছে ফেসিয়াল রেকগনিশন ফিচার।
  • পোকো এম৪ প্রো ৪জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। টাইপ- সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।

আরও পড়ুন- Samsung Galaxy M Series: স্যামসাং গ্যালাক্সি এম২৩ এবং গ্যালাক্সি এম৩৩ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নিন লঞ্চের আগে

Next Article