Poco M5 Price Cut: জুলাই এলেই কোনও না কোনও অনলাইন ই-কমার্স সাইট সেল নিয়ে হাজির হয়। সেই মতোই চলতি জুলাইতেও Amazon-এ 15 জুলাই থেকে প্রাইম ডে সেল শুরু হচ্ছে। আর ফ্লিপকার্টে 15 জুলাই থেকে বিগ সেভিং ডে সেল শুরু হচ্ছে। আর উভয় সেলেই কোম্পানি অনেক কিছুর উপর প্রচুর ছাড় দিতে চলেছে। সেল শুরুর আগেই Flipkart-এ একটি ফোনের উপর ইতিমধ্যেই অফার চলছে। তাই আপনি যদি নতুন একটি ফোন কেনার প্ল্যান করেন, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না। POCO M5-এর উপর বিরাট ছাড় পেয়ে যাবেন। POCO M5 ফোনটি 12,499 টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু এখন এটি মাত্র 7,999 টাকায় কেনা যাবে। চলুন জেনে নেই এই ফোনের উপর আর কী-কী অফার দিচ্ছে Flipkart।
POCO M5-এর দাম ও অফার:
POCO M5 ফোনটি 12,499 টাকা দামে বাজারে আনা হয়েছিল। 4 জিবি RAM ও 64 জিবি স্টোরেজের দাম ছিল 12,499 টাকা। আর 6 জিবি RAM ও 128 জিবি স্টোরেজের দাম 14,499 টাকা। এখন ফ্লিপকার্টে POCO M5 ফোনটি 8,749 টাকায় কেনা যাবে। আর 6 জিবি RAM ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 10,749 টাকায় কেনা যাবে। আপনি যদি ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনেন, তাহলে আরও 750 টাকা ছাড় পাবেন। তারপরে উভয় ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে 7,999 টাকা এবং 9,999 টাকা।
কেন কিনবেন POCO M5?
Poco M5-এ একটি 6.58-ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে, যা 1,080×2,800 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিসপ্লেতে গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। ফোনটিতে Octacore MediaTek Helio G99 প্রসেসর এবং 6 GB LPDDR4X RAM এবং 128 GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। ফোনটিতে 2 জিবি ভার্চুয়াল র্যামও পেয়ে যাবেন।
Poco M5-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে, যার মধ্যে প্রথমটি 50 মেগাপিক্সেলের। দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল পোর্ট্রেট এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। পেছনের ক্যামেরায় 4K ভিডিয়ো রেকর্ডিং করার সুবিধা পাবেন না। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য ফোনটিতে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
POCO M5-এ একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেকশনের জন্য, ফোনে Wi-Fi, Bluetooth v5, GPS/A-GPS, 3.5mm হেডফোন জ্যাক, 4G এবং হাই রেজোলিউশনের আডিও সাপোর্ট আছে।