Poco M6 Pro 5G ফোনের নতুন স্টোরেজ মডেল হাজির 11,999 টাকায়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 14, 2023 | 6:08 PM

Poco M6 Pro 5G ফোনের নতুন 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 11,999 টাকা। অন্য দিকে ফোনের আর দুটি ভ্যারিয়েন্ট অর্থাৎ 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজের দাম যথাক্রমে 10,999 টাকা এবং 12,999 টাকা।

Poco M6 Pro 5G ফোনের নতুন স্টোরেজ মডেল হাজির 11,999 টাকায়
জনপ্রিয় Poco M6 Pro 5G ফোনের নতুন ভার্সন এল বাজারে।

Follow Us

Poco M6 Pro 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয় গত অগস্ট মাসে। অল্প সময়ের মধ্যে সেই ফোন বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এখন সেই ফোনেরই একটা নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টে এসে গেল বাজারে। হ্যাঁ, Poco M6 Pro 5G ফোনটি আপনি এখন চাইলে 4GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টেও ক্রয় করতে পারবেন। ফোনটি যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার মাত্র দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট ছিল: 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ। নতুন 4GB RAM + 128GB স্টোরেজ ভার্সনটি ক্রয় করতে পারবেন 14 সেপ্টেম্বর থেকে। গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে এই ফোনে রয়েছে Snapdragon 4 Gen 2 প্রসেসর, শক্তিশালী 5000mAh ব্যাটারি। এছাড়া রয়েছে 6.79 ইঞ্চির চমৎকার একটি ফুল HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz।

Poco M6 Pro 5G: নতুন মডেলের দাম ও অন্যান্য তথ্য

Poco M6 Pro 5G ফোনের নতুন 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 11,999 টাকা। অন্য দিকে ফোনের আর দুটি ভ্যারিয়েন্ট অর্থাৎ 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজের দাম যথাক্রমে 10,999 টাকা এবং 12,999 টাকা। পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে।

Poco M6 Pro 5G: ফিচার ও স্পেসিফিকেশন

Poco M6 Pro 5G ফোনে রয়েছে একটি 6.79 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট দিতে পারে। ফোনের ডিসপ্লে গোরিলা গ্লাস 3 দ্বারা সুরক্ষিত। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 6GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনে থাকছে Android 13 ভিত্তিক MIUI 14 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম।

ক্যামেরা সেটআপেও ফোনটি দুর্ধর্ষ। রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এছাড়া অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Next Article