Poco M6 Pro 5G কিনবেন নাকি Redmi 12 5G? বাজেট 12 হাজার টাকা থাকলে কোন ফোন সেরা?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 19, 2023 | 1:32 PM

Poco M6 Pro 5G vs Redmi 12 5G: M6 Pro 4GB RAM এবং 64GB স্টোরেজ এবং 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশন পাবেন। Redmi 12 5G স্মার্টফোনটি 4GB এবং 128GB স্টোরেজ, 6GB এবং 128GB স্টোরেজ এবং 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে।

Poco M6 Pro 5G কিনবেন নাকি Redmi 12 5G? বাজেট 12 হাজার টাকা থাকলে কোন ফোন সেরা?

Follow Us

Poco M6 Pro 5G Price: Redmi ভারতীয় বাজারে Redmi 12 5G স্মার্টফোন লঞ্চ করেছে। তার কয়েকদিন আগেই বাজারে Poco একটি নতুন ফোন নিয়ে হাজির হয়েছে। নতুন Redmi স্মার্টফোনটি Poco M6 Pro 5G-কে টেক্কা দিতে পারে কি না, এখন সেটাই দেখার। দাম এক হলেও ফিচারে অনেক তফাৎ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোনটি বেশি ভাল।

ডিসপ্লে, অপারেটিং সিস্টেম ও প্রসেসর:

Poco M6 Pro 5G-তে একটি 6.79-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080 x 2460 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে। Redmi 12 5G-এ একটি 6.79-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080 x 2460 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে। M6 Pro 5G Android 13-এর উপর ভিত্তি করে MIUI 14 ব্যবহার করা হয়েছে এবং Redmi 12 5G-এ Android 13-এর উপর ভিত্তি করে MIUI 14 রয়েছে। Octa Core Qualcomm Snapdragon 4 Gen 2 (4 nm) প্রসেসর M6 Pro 5G তে দেওয়া হয়েছে, আর Octa Core Qualcomm Snapdragon 4 Gen 2 (4 nm) প্রসেসরও Redmi 12 5G-তে দেওয়া হয়েছে।

স্টোরেজ ভ্যারিয়েন্ট:

M6 Pro 4GB RAM এবং 64GB স্টোরেজ এবং 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশন পাবেন। Redmi 12 5G স্মার্টফোনটি 4GB এবং 128GB স্টোরেজ, 6GB এবং 128GB স্টোরেজ এবং 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে।

ক্যামেরা সেটআপ:

Poco M6 Pro-এর পিছনে f/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনের সামনে f/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Redmi 12 5G এর পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রথম ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা দেওয়া হয়েছে। একই সময়ে, এই স্মার্টফোনের সামনে f/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি ব্যাকআপ ও কানেক্টিভিটি:

M6 Pro 5G-এ 25W ফাস্ট চার্জিংয় সাপোর্ট হল একটি 6000mAh ব্যাটারি রয়েছে। Redmi 12 5G-তে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Poco M6 Pro 5G-তে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, Wi-Fi, Bluetooth 5.3, GPS, NFC এবং USB Type-C 2.0 পোর্ট এবং Redmi 12 5G-তে Wi-Fi, 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ, GPS, NFC, রেডিও রয়েছে এবং USB Type-C 2.0 দেওয়া হয়েছে।

দাম কত?

Poco M6 Pro 5G-এর 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। Redmi 12 5G-এর 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 11,499 টাকা।

Next Article