Poco X5 Pro 5G First Sale: সেলের প্রথম দিনেই দারুণ ডিসকাউন্ট! 22,000 টাকা ছাড়ে Poco X5 Pro 5G
Poco X5 Pro 5G Offer Price: এই ফোনের উপরে আপনি 22,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেয়ে যেতে পারেন। এখন আপনি যদি কম খরচে একটি 5G স্মার্টফোন ক্রয় করতে চান, তাহলে এর থেকে ভাল অফার আর কিছু হতে পারে না।
Poco X5 Pro 5G ফোনটি ভারতে সপ্তাহ খানেক আগেই লঞ্চ হয়েছে। এদিন Flipkart থেকে ফোনটি প্রথম বার কেনাকাটির জন্য উপলব্ধ হল। লেটেস্ট Poco স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 22,999 টাকা থেকে। তবে সেলের প্রথম কয়েক দিন এই ফোনের উপরে আপনি আকর্ষণীয় কিছু ছাড় পেয়ে যাবেন। একাধিক ব্যাঙ্কের অফার যেমন থাকছে, তেমনই আবার থাকছে EMI অফারও। শুধু তাই নয়। সবথেকে বড় অফারটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। লেটেস্ট Poco X5 Pro 5G ফোনের উপরে আপনি 22,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেয়ে যেতে পারেন। এখন আপনি যদি কম খরচে একটি 5G স্মার্টফোন ক্রয় করতে চান, তাহলে এর থেকে ভাল অফার আর কিছু হতে পারে না।
Poco X5 Pro 5G: কত দাম, কত টাকা ছাড় পাবেন?
Poco X5 Pro 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা। অন্য দিকে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা। সোমবার 13 ফেব্রুয়ারি থেকেই ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে। অ্যাস্ট্রাল ব্ল্যাক, হরাইজ়ন ব্লু এবং ইয়েলো এই তিনটি রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
এবার আসলে বিষয়ে আসা যাক। কত টাকা পর্যন্ত ছাড় পাবেন এই ফোনে? HDFC এবং ICICI ব্যাঙ্কের কাস্টমাররা তাঁদের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করে এই ফোন ক্রয় করলে পেয়ে যাবেন 2,000 টাকা ছাড়। অন্য দিকে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন 10% ছাড়। এছাড়াও ব্যাঙ্ক অফ বরোদা এবং IDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মিলবে 10% পর্যন্ত ছাড়।
রয়েছে EMI অফারও। নো কস্ট EMI অফারে এই ফোন ক্রয় করলে আপনাকে প্রতি মাসে মাত্র 3,834 টাকা করে দিতে হবে। অন্য দিকে আবার স্ট্যান্ডার্ড EMI অফারে এই ফোন আপনি পেয়ে যেতে পারেন প্রতি মাসে 1,127 টাকা খরচ করে।
এরপরে রয়েছে সবথেকে আকর্ষণীয় অফারটি। সেটি হল এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোনটি দিয়ে Poco X5 Pro 5G ক্রয় করলে 22,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন। আর তাতে ফোনটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট ক্রয় করতে আপনার খরচ হবে যথাক্রমে 999 টাকা এবং 2,999 টাকা। তবে যে ফোনটা বদলাবেন, তার পরিস্থিতি অত্যন্ত ভাল হতে হবে।
Poco X5 Pro 5G: কেন কিনবেন এই ফোন?
এই Poco X5 Pro 5G হ্যান্ডসেটে রয়েছে 6.67 ইঞ্চির Infinity AMOLED ডিসপ্লে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিন। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে Snapdragon 778G প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।
তিনটে ক্যামেরা রয়েছে এই হ্যান্ডসেটে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 108MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP এবং আর একটি 2MP সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এছাড়া অত্যন্ত শক্তিশালী এবং বড় একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে।