Coca-Cola স্মার্টফোন নিয়ে আসছে! গুজব রটেছিল দিনকয়েক আগেই। কিন্তু সেই গুজব সম্পূর্ণভাবে নস্যাৎ করল চিনা স্মার্টফোন জায়ান্ট Realme। সংস্থাটি জানিয়ে দিল, ভারতে তারা জনপ্রিয় একটি Realme স্মার্টফোনের Coca-Cola এডিশন নিয়ে আসছে। সেই ফোনের নাম Realme 10 Pro 5G। 10 ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে Realme 10 Pro Coca-Cola Edition। এই নতুন ফোনে থাকছে নতুন রং থেকে শুরু করে আরও একাধিক চমক। তবে এটিই যে Realme-র প্রথম কোলাবরেশন, এমনটা নয়। গত বছর ব্র্যান্ডটি Marvel-এর সঙ্গে জুটি বেঁধে Realme GT Neo 3 Thor Edition নিয়ে হাজির হয়েছিল। নতুন কোকা-কোলা এডিশনটি 5G সাপোর্ট করবে।
স্পেসিফিকেশনের দিক থেকে Realme 10 Pro Coca-Cola সংস্করণ এবং বাজারে ইতিমধ্যেই থাকা Realme 10 Pro হুবহু একই হতে চলেছে। এর মানে গ্রাহকরা 120Hz রিফ্রেশ রেট এবং Snapdragon 695 5G চিপসেট সহযোগে একটি 6.7-ইঞ্চি LCD ডিসপ্লে আশা করতে পারেন। ডিসপ্লে ফুল-এইচডি রেজোলিউশন অফার করবে।
সাধারণত, বিশেষ সংস্করণের জন্য ব্র্যান্ডগুলি সর্বোচ্চ স্টোরেজ মডেল ব্যবহার করে। তাই, Realme 10 Pro Coca-Cola সংস্করণ 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসতে পারে। তাছাড়া, ফোনের পিছনের প্যানেলে সম্ভবত একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে এবং সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার থাকবে। অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে Android 13 ভিত্তিক Realme UI 4, 33W দ্রুত চার্জিং, 5G এবং একটি 5000mAh ব্যাটারি।
দাম সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সংস্থার দাবি, Realme 10 Pro এর কোকা-কোলা সংস্করণটি তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে। ভারতে এর দাম হতে পারে 20,000 টাকার কম। একটি প্রেস বিজ্ঞপ্তিতে Realme-র তরফে দাবি করা হয়েছে,কোকা-কোলা সবচেয়ে ‘কল্পনার আকর্ষণীয় অংশগুলিকে বাস্তব’ করে তুলবে। সংস্থাটি আরও বলছে, “এই Realme 10 Pro 5G Coca-Cola এডিশন হল, সংস্থার সম্পূর্ণ ভাবে ডিজ়াইনের প্রতি জোর দেওয়া একটা মডেল।”
লক্ষ্যণীয় বিষয়টি হল, সংস্থা তার Realme 10 Pro Plus এর পরিবর্তে Coca-Cola-এর সঙ্গে সহযোগিতায় Realme 10 Pro ব্যবহার করছে, সম্ভবত দাম আরও সাশ্রয়ী রাখতে। Realme 10 Pro Plus, যেটি Realme 10 Pro এর সঙ্গে ডিসেম্বরে আত্মপ্রকাশ করেছিল, তার বেস 6GB RAM + 128GB ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা এবং টপ-এন্ড 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 27,999 টাকা।
Realme 10 Pro Plus ফোনে পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 1080 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 108 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরাও রয়েছে। মূল ক্যামেরাটি একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটারের সঙ্গে যুক্ত। সেলফি ও ভিডিয়ো কলিংয়েরর জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে Android 13 ভিত্তিক Realme UI 4, 33W ফাস্ট চার্জিং, 5G এবং 67W দ্রুত চার্জিং সহ একটি 5,000mAh ব্যাটারি। এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজেরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে।