Realme 11 Series ভারতে আসছে খুব শিগগিরই। দুটি ফোন রয়েছে এই সিরিজ়ে— Realme 11 Pro+ এবং Realme 11 Pro। দুটি ফোনই ভারতে লঞ্চ করতে চলেছে 16 মে। কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত নিশ্চিত বার্তা না দেওয়া হলেও জল্পনা অন্তত তেমনই চলছে। একাধিক টিপস্টার রিয়েলমি 11 সিরিজ়ের এই লঞ্চ ডেটের কথাই বলেছেন। কয়েক দিন আগেই চিনে লঞ্চ করেছিল ফোনটি। এদের মধ্যে সবথেকে চমৎকার ফোন হল Realme 11 Pro+, যাতে রয়েছে 200MP ক্যামেরা। এই মুহূর্তের জনপ্রিয় এবং ক্যামেরার দিক থেকে ব্যাপক ক্ষমতাসম্পন্ন Vivo X90 Pro এবং Xiaomi 13 Ultra-কে টক্কর দেওয়ার মতোই ক্যামেরা ফিচার রয়েছে রিয়েলমির আসন্ন এই প্রো প্লাস মডেলে।
Realme 11 Pro+ এবং Realme 11 Pro: দাম কত হতে পারে?
টিপস্টার দেবায়ন রায় জানিয়েছেন, Realme 11 Series-এর ফোনগুলি ভারতে আসবে 16 মে। তিনি এ-ও জানিয়েছে, এই সিরিজ়ের দুটি ফোনই অর্থাৎ Realme 11 Pro+ এবং Realme 11 Pro ওই একই দিনই ভারতে লঞ্চ করা হবে। দামের দিক থেকে তিনি জানিয়েছেন, Realme 11 Pro-র দাম হতে পারে 22,000 টাকা এবং 23,000 টাকার মধ্যে। অন্য দিকে Realme 11 Pro+ মডেলটি ভারতে লঞ্চ করা হতে পারে 28,000 টাকা থেকে 29,000 টাকার মধ্যে।
Realme 11 Pro+ এবং Realme 11 Pro: ফিচার, স্পেসিফিকেশন কেমন হতে পারে?
Realme 11 Pro+ ফোনে থাকছে মেটাল ফ্রেম এবং লাগজ়রিয়াস প্লেইন লেদার ব্যাক। 6.7 ইঞ্চির কার্ভড ডিসপ্লে দেওয়া হচ্ছে, যা Full HD+ AMOLED। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেটের সাহায্যে। 12GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে ফোনটিতে।
গোলাকার ক্যামেরা মডিউলে Realme 11 Pro+ হ্যান্ডসেটে তিনটি ক্যামেরা থাকছে, যার মূল সেন্সর 200MP। ক্যামেরার গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে থাকছে SuperOIS, স্যামসাং-এর HP3 সুপার জ়ুম সেন্সর এবং 85 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। অন্য দুটি ক্যামেরার একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অপরটি 2MP ম্যাক্রো শুটার।
সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর। ফোনের রিয়ার ক্যামেরা 30 fps রেটে 4K ভিডিয়ো শুট করতে পারে। আবার সামনের ক্যামেরা 1080p দিতে পারে 60fps রেটে। ক্যামেরার অতিরিক্ত কিছু ফিচারের মধ্যে রয়েছে মুন মোড, হ্যান্ডহেল্ড স্টারি স্কাই মোড সহ আরও অনেক কিছু। 5000mAh ব্যাটারি রয়েছে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এদিকে Realme 11 Pro 5G ফোনের ডিজ়াইনও অনেকাংশে Realme 11 Pro+ মডেলের মতোই হতে চলেছে। প্রো মডেলটিতে 6.7 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেটের সাহায্যে। প্রসেসরটি পেয়ার করা থাকছে 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এই ফোনটিতে থাকছে 100MP প্রাইমারি ক্যামেরা এবং 67W চার্জিং স্পিড দেবে ফোনটি।