রিয়েলমি সি২৫ওয়াই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে ভারতে। গত ১৬ সেপ্টেম্বর দেশে লঞ্চ হয়েছিল এই ফোন। ২০ সেপ্টেম্বর রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটে রিয়েলমি সি২৫ওয়াই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই ফোনের ডেলিভারি শুরু হবে। রিয়েলমির নতুন স্মার্টফোন সংস্থার ‘সি’ সিরিজের প্রথম এমন ফোন যেখানে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও রিয়েলমি সি২৫ওয়াই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T610 প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এর পাশাপাশি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। কেবলমাত্র রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট Realme.com থেকেই এই ফোন প্রি-বুক করা যাবে। তবে ১২৮ জিবি ভ্যারিয়েন্ট অবশ্য ‘কামিং সুন’ ট্যাগ সমেত ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইটে দেখা গিয়েছে। অনুমান, আগামী দিনে রিয়েলমি সি২৫ওয়াই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে। তবে আপাতত ফ্লিপকার্টে কোনও প্রি-বুকিংয়ের অপশন নেই। কবে থেকে ফ্লিপকার্টে রিয়েলমি সি২৫ওয়াই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, কবে থেকে প্রি-বুকিং শুরু হতে পারে, সে ব্যাপারে কোনও তথ্যই এখনও জানা যায়নি।
এদিকে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটে আবার প্রি-বুকিং করলে ৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। MobiKwik- এর মাধ্যমে প্রি-বুকিং করলে ৩৫০ টাকা ছাড় পাওয়া যাবে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রি-বুকিং করা সম্ভব। গ্লেসিয়ার ব্লু এবং মেটাল গ্রে, এই দুই রঙের অপশনে পাওয়া যাবে রিয়েলমি সি২৫ওয়াই ফোন।